TV3 BANGLA
আন্তর্জাতিক

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক স্যার ববি চার্লটন মারা গিয়েছেন

ইংল্যান্ডের বিশ্বকাপ বিজয়ী দলের সদস্য এবং ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি স্যার ববি চার্লটন ৮৬ বছর বয়সে মারা গেছেন।

এক বিবৃতিতে তার পরিবার জানায়, ‘শনিবার ভোরে স্যার ববি চার্লটন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

ম্যানচেস্টার ইউনাইটেডের ক্লাবের মুখপাত্র জানান, “স্যার ববি চার্লটন কেবল ম্যানচেস্টার বা যুক্তরাজ্যে নয়, বিশ্বজুড়ে যেখানেই ফুটবল খেলা হয় কিংবা ফুটবল খেলা জনপ্রিয় সেখানেই লক্ষ লক্ষ লোকের নায়ক ছিলেন।”

এম.কে
২১ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

তিন দেশে সরকার পতনঃ ‘নীরব’ চীনের ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ

বাতিল হতে পারে অষ্ট্রেলিয়া-পাপুয়া নিউগিনি শরণার্থী ও আশ্রয় চুক্তি

ভারতে পর্যটক ধস, সর্বোচ্চ পর্যটক ছিল ২১ লাখ বাংলাদেশি