4.2 C
London
January 22, 2025
TV3 BANGLA
ইউরোপ

ইইউ অভিবাসন নীতিতে সম্মত আয়ারল্যান্ড

ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিন্ন অভিবাসন নীতিতে যুক্ত হতে সম্মতি জানিয়েছে আয়ারল্যান্ড৷ দেশজুড়ে অভিবাসন বিরোধী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আশ্রয় প্রার্থীদের আবাসন ব্যবস্থা ঢেলে সাজানোরও সিদ্ধান্ত নিয়েছে দেশটি৷

২০২৩ সালের ডিসেম্বরে ইউরোপীয় পার্লামেন্ট এবং ২৭টি সদস্য রাষ্ট্র ইইউ অভিবাসন এবং আশ্রয় নীতির সংস্কারের বিষয়ে সম্মত হয়েছে৷ এটি কার্যকর করতে অবশ্য ইইউ পার্লামেন্টের অনুমোদন লাগবে৷ জোটের সীমান্তবর্তী দেশগুলোর উপর বোঝা কমানোর প্রস্তাব রাখা হয়েছে নতুন নীতিতে৷ এর আওতায় সদস্য রাষ্ট্রগুলো অভিবাসীদের দায়িত্ব সমানভাবে গ্রহণ করবে৷ যদি কেউ আশ্রয়প্রার্থীদের নিজ দেশে রাখতে না চায়, তাহলে সেই দেশটিকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে৷ যাদের আশ্রয় আবেদন প্রত্যাখ্যান হবে তাদের দ্রুত ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হবে৷

বুধবার সেই নীতিতে যোগ দিতে সম্মতি জানিয়েছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড৷

এক লাখ ইউক্রেনীয় নাগরিক দেশটিতে আশ্রয় নিয়েছেন৷ পাশাপাশি পৃথিবীর অন্য দেশগুলো থেকেও এসেছেন আশ্রয়প্রার্থীরা৷ ফলে ভেঙে পড়েছে আয়ারল্যান্ডের আশ্রয় ও আবাসন ব্যবস্থা৷ এসব কারণে অভিবাসন দেশটির অন্যতম রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে৷

দেশটির মন্ত্রীরা বলছেন, ২০২৮ সালের মধ্যে রাষ্ট্রীয়ভাবে আরো ১৪ হাজার আশ্রয়প্রার্থীর জন্য আবাসন নিশ্চিত করা হবে৷ এতে বেসরকারি খাতের উপর নির্ভরতা কমবে এবং আশ্রয় ব্যবস্থারও উন্নতি হবে৷ আবাসন সংকটের কারণে অনেক আশ্রয়প্রার্থীকে এখন তাঁবু খাটিয়ে থাকতে হচ্ছে৷

অনেক হোটেল, ব্যক্তিগত বাসা-বাড়িতে অভিবাসীদের স্থান দিতে গিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে৷ দেশটির কোথাও কোথাও অভিবাসী বিরোধী বিক্ষোভও হয়েছে৷

এমন বাস্তবতায়, রাষ্ট্রীয় জমিতে অথবা সম্পত্তি কিনে হলেও আশ্রয়প্রার্থীদের নতুন অভ্যর্থনা কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ডের সরকার৷

প্রতি বছর অন্তত সাড়ে তিন হাজার আশ্রয়প্রার্থী আয়ারল্যান্ডে আসতে পারেন, এমন একটি ভাবনা থেকে ২০২১ সালে আশ্রয়প্রার্থীদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাখার পরিকল্পনা নেয় দেশটির সরকার৷ কিন্তু ২০২২ সাল থেকে এখন পর্যন্ত ৩০ হাজারেরও বেশি মানুষ সুরক্ষা চাইতে এসেছেন দেশটিতে৷ তাই ২০২১ সালের পরিকল্পনাটি বাদ দিয়ে নতুন উদ্যোগ হাতে নিয়েছে সরকার৷

আয়ারল্যান্ডের প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং সাইমন হ্যারিস বুধবার সাংবাদিকদের বলেন, অভিবাসনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের নেয়া পরিকল্পনাগুলো সঠিক পথের দিকেই নিয়ে যাবে৷

সূত্রঃ রয়টার্স

এম.কে
৩০ মার্চ ২০২৪

 

আরো পড়ুন

ব্রিটেনের পর ইউরোপে দ্রুত ছাড়াচ্ছে করোনা ভাইরাসের নতুন রূপ

অভিবাসীদের জন্য পর্যাপ্ত সুযোগ আছে ইউরোপের এই দেশে

ইউরোপের লুক্সেমবার্গে ওয়ার্ক পার্মিট ভিসা, যেভাবে আবেদন