10.4 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ইইউ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যুক্তরাজ্যের চুক্তি প্রায় চূড়ান্ত

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট-পরবর্তী সম্পর্ক উন্নতির অংশ হিসেবে ব্লকের সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্সের সঙ্গে শিগগিরই সহযোগিতা চুক্তি ঘোষণা করতে যাচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকার৷

সোমবার সুনাকের এক মুখপাত্র জানান, চুক্তির অর্থ হল উভয়পক্ষ একে অপরকে অনিয়মিত অভিবাসন চক্রগুলো সম্পর্কে তথ্য দেবে এবং মানবপাচার প্রতিরোধে প্রযুক্তিগত সহযোগিতা করবে।

মুখপাত্র বলেন, ‘‘ইউরোপীয় মহাদেশে অনিয়মিত অভিবাসন এবং আন্তঃসীমান্ত অপরাধের বিষয়ে ফ্রন্টেক্সের খুব ভালো বোঝাপড়া আছে৷ তাই আমাদের অনিয়মিত অভিবাসন মোকাবেলা করার নতুন উপায় বের করতে তাদের সঙ্গে এই আলোচনা অনেক কাজে দেবে৷’’

রোববার সুনাক ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লেইয়েনের মধ্যে একটি ফোনালাপের বিষয়ে ডাউনিং স্ট্রিট বলেছে, আসছে দিনগুলোতে চুক্তিটি আনুষ্ঠানিকতা পাবে৷

সুনাক ফ্রান্স থেকে ছোট নৌকায় অনিয়মিত অভিবাসনের বিষয়টিকে তার পাঁচটি শীর্ষ অগ্রাধিকারে রেখেছেন। আশ্রয়প্রার্থীদের এই আগমন কমাতে পারলে তা আগামী নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে সাহায্য করবে বলে মনে করেন৷

যদিও ব্রিটেন আরো একটি দ্বিপাক্ষিক চুক্তিতে পৌঁছেছে – যার মধ্যে রয়েছে তুরস্কের সাথে একটি সাম্প্রতিক চুক্তি যাতে মানব পাচারকারী চক্রকে বাঁধাগ্রস্ত করা যায় এবং অবৈধ অভিবাসন মোকাবেলা করা যায়। এর আগে তুরস্কের সঙ্গে অভিবাসন বিষয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তি করেছে যুক্তরাজ্য৷

সূত্রঃ রয়টার্স

এম.কে
২২ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

ডিডব্লিউপি’র নতুন অ্যালরিদম নিয়ে ইউনিভার্সাল ক্রেডিট দাবিদারদের শঙ্কা

বড়দিন ও নিউইয়ারের মাঝেই রেল ধর্মঘটের ডাক

শিশুদের তথ্য চুরির অভিযোগে যুক্তরাজ্যের আদালতে টিকটকের বিরুদ্ধে মামলা