5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকযুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ইউকে ব্যালটে ইন্ডিয়ান ইয়াং প্রফেশনাল স্কিম ভিসা ব্যবস্থা চালু

প্রথম ইউকে ব্যালটে ইন্ডিয়ান ইয়াং প্রফেশনাল স্কিম ভিসা ব্যবস্থা চালু হতে যাচ্ছে। এই স্কিমটি ১৮ থেকে ৩০ বছর বয়সী ভারতীয় নাগরিকদের দুই বছর পর্যন্ত যুক্তরাজ্যে বসবাস ও কাজ করার অনুমতি দিবে।
ইউকে-ইন্ডিয়া ইয়াং প্রফেশনাল স্কিমের অধীনে যোগ্য ভারতীয়দের জন্য ২৪০০ ভিসা ব্যালটের মাধ্যমে নির্বাচিত করে প্রদান করা হবে। এই মাসের শেষের দিকে এই ব্যবস্থা চালু হবার ঘোষণা ইতিমধ্যে যুক্তরাজ্য সরকার দিয়েছে।
গত নভেম্বরে ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউকে প্রধানমন্ত্রী ঋষি সুনাক চুক্তি স্বাক্ষরিত করেন। একই ব্যবস্থায় ব্রিটিশ নাগরিকদেরও ভারতে বসবাস এবং কাজ করার জন্য ভিসা দেওয়া হবে।
এই ভিসার জন্য আবেদন করার আগে অবশ্যই ইন্ডিয়া ইয়াং প্রফেশনাল স্কিম ব্যালটে নির্বাচিত হতে  হবে।
ব্যালটে যারা নির্বাচিত হবে তারা পরবর্তীতে ভিসার জন্য আবেদন করবে। সফল ব্যক্তিকে ভিসার জন্য আবেদন করার ৬ মাসের ভিতরে ইউকে ভ্রমণ করতে হবে। ইতিমধ্যে আবেদন ফি ২৫৯ পাউন্ড নির্ধারণ করা হয়েছে।
ইউকে-ইন্ডিয়া ইয়াং প্রফেশনাল স্কিমের সূচনাকে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য একটি “উল্লেখযোগ্য মুহূর্ত” হিসাবে চিহ্নিত করা হয়। যা ভারত ও ব্রিটিশ উভয় অর্থনীতিকে শক্তিশালী করবে বলে ধারনা করা হচ্ছে।
এম.কে
২২ ফেব্রুয়ারি ২০২৩

আরো পড়ুন

লন্ডন ছাড়ার হিড়িক!

অনলাইন ডেস্ক

বাংলাদেশের নির্বাচনপূর্ব সহিংসতার প্রতিবেদন তদন্ত করতে বলেছে হোয়াইট হাউজ

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্য হোম অফিস কর্তৃক রুয়ান্ডায় পাঠানোর ত্রুটিযুক্ত চিঠি ইস্যু