TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইউক্রেনের জন্য নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে যুক্তরাজ্য

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে যুক্তরাজ্য। নতুন ক্ষেপণাস্ত্রটি ২০০ কেজি বিস্ফোরক (ওয়্যারহেড) বহন করে ৫০০ কিলোমিটারেরও বেশি দূরবর্তী লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারবে।

‘প্রজেক্ট নাইটফল’ নামের বিশেষ একটি প্রকল্পের আওতায় তৈরি করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্র।

যুক্তরাজ্যের সরকারের ওয়েব পোর্টাল গভ ডট ইউকে এ তথ্য নিশ্চিত করেছে।

এক প্রতিবেদনে গভ ডট ইউকে-তে বলা হয়েছে, এই প্রকল্পের সবগুলো ক্ষেপণাস্ত্র হবে নাইটফল সিরিজের অন্তর্গত। প্রতি মাসে ১০টি ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে এবং এক একটি ক্ষেপণাস্ত্রের দাম পড়বে ৮ লাখ পাউন্ড।

নাইটফল সিরিজের এই ক্ষেপণাস্ত্রগুলো বিভিন্ন যানবাহন থেকে নিক্ষেপ করা যাবে এবং প্রায় একসঙ্গে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে। ফলে এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে সবগুলো ক্ষেপণাস্ত্রকে আটকানো বেশ কঠিন হবে।

 

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, “রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত ভাবছেন যে, তিনি দায়মুক্তি পেয়ে গেছেন। এ কারণেই সম্প্রতি ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছেন তিনি এবং সামরিক লক্ষ্যবস্তুগুলোর পাশাপাশি বেসামরিক এলাকাতেও বোমা ফেলছে রুশ বাহিনী। তবে এত সহজে পুতিন ছাড় পাবেন না। ইউক্রেন লড়াই করবে এবং এ লড়াইয়ে যুক্তরাজ্য ইউক্রেনের পাশে থাকবে।

এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের লৌহকঠিন প্রতিশ্রুতির নিদর্শন।

সূত্রঃ রয়টার্স, গভ ডট ইউকে

এম.কে

আরো পড়ুন

বন্ধ করতে দেওয়া হবে না যুক্তরাজ্যের কয়েক হাজার ফোনবক্স

অনলাইন ডেস্ক

ইস্ট লন্ডনের দুই পুলিশ সদস্য পুলিশ স্টেশনের লিফটে যৌন কার্যকলাপের সময় ধৃত

নিউজ ডেস্ক

আফগান নারীকে দেশে ফেরত পাঠাতে ভিসা বাতিল করেছে হোম অফিস