পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে ইউরোপের চারটি বড় শহর — ভিয়েনা, ব্রাতিস্লাভা, বুদাপেস্ট ও মিউনিখ — পর্যন্ত যাত্রীদের সরাসরি সংযুক্ত করতে চলেছে নতুন একটি স্লিপার ট্রেন। ডিসেম্বরের ১৪ তারিখ থেকে চালু হতে যাচ্ছে এই রাতের ট্রেনটি, যার নাম EN Carpatia। ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র £৫০ থেকে।
পোল্যান্ডের রাষ্ট্রীয় রেল সংস্থা PKP Intercity পরিচালিত এই ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে দক্ষিণ-পূর্ব শহর প্রজেমিসল (Przemyśl) থেকে ছাড়বে এবং পরের দিন সকাল ১০টা ২৪ মিনিটে মিউনিখ পৌঁছাবে। পুরো যাত্রার সময় প্রায় ১৬ ঘণ্টা ৩০ মিনিট। পথে ট্রেনটি যাবে রজেশভ (Rzeszów), ক্রাকোভ (Krakow) ও কাটোভিসে (Katowice) হয়ে চেক রিপাবলিকে প্রবেশ করবে।
চেক রিপাবলিকের বোহুমিন শহরে পৌঁছানোর পর ট্রেনের কয়েকটি বগি আলাদা হয়ে যাবে। সেখান থেকে একটি অংশ যাবে ব্রাতিস্লাভা ও বুদাপেস্টে, আর মূল অংশটি চলবে ভিয়েনা, লিনৎস ও সালজবুর্গ হয়ে মিউনিখে। ফেরার ট্রেন মিউনিখ থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ছাড়বে এবং পরের দিন সকাল ১০টা ১০ মিনিটে প্রজেমিসলে পৌঁছাবে।
যাত্রীরা বেছে নিতে পারবেন সাধারণ আসন, কুশেট কার, বা ডিলাক্স স্লিপার কম্পার্টমেন্ট। ডিলাক্স যাত্রীদের জন্য থাকবে তোয়ালে, স্লিপার, শাওয়ার জেল, ডেন্টাল কিট, স্ন্যাকস ও গরম পানীয়। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত আলো নিভিয়ে রাখা হবে এবং গন্তব্যে পৌঁছানোর ৩০ মিনিট আগে ট্রেন কন্ডাক্টর যাত্রীদের জাগিয়ে দেবেন।
EN Carpatia অফিসিয়াল EuroNight সার্ভিস হিসেবে চলবে এবং প্রতিটি যাত্রার জন্য বাধ্যতামূলক রিজার্ভেশন থাকবে। তুলনায়, যুক্তরাজ্যের ক্যালেডোনিয়ান স্লিপার ট্রেনে লন্ডন থেকে ইনভারনেস যাত্রায় “ক্লাসিক” কেবিনের ভাড়া £২৩০ এবং সাধারণ আসনের ভাড়া £৭৯ থেকে শুরু। নতুন পোলিশ স্লিপার ট্রেনটি তাই বাজেট ভ্রমণকারীদের জন্য বড় আকর্ষণ হতে যাচ্ছে।
এদিকে, সম্প্রতি প্যারিস থেকে ভিয়েনা ও বার্লিন সংযোগকারী নাইটজেট সার্ভিস বন্ধের ঘোষণা দিয়েছে ফরাসি রেল সংস্থা SNCF। ফলে, ইউরোপীয় রাতের ট্রেন নেটওয়ার্কে এই নতুন পোলিশ সংযোজনকে একটি নতুন সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
সূত্রঃ দ্য ইন্ডিপেন্ডেন্ট
এম.কে

