4.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

ইজারা দেওয়া হচ্ছে বেনজীরের সাভানা ইকো পার্ক

সাবেক আইজিপি বেনজীর আহমেদের মালিকানাধীন গোপালগঞ্জ সদর উপজেলায় অবস্থিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক ইজারা দেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। সম্প্রতি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কোর্টের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

বুধবার গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদেশে বলা হয়েছে, সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে প্রবেশ, রাইড, কটেজ, ফলবাগান ও পুকুর বছর ভিত্তিক দরপত্র আহ্বানের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

ইজারা দেওয়ার পর নিয়োগকৃত রিসিভারকে এ সংক্রান্ত প্রতিবেদন এ আদালতে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিসিভারদের (গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা এবং গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক) পক্ষে ইজারা দেওয়ার অনুমতির আবেদন করেছিলেন। (পারমিশন পিটিশন নম্বর-২৬৯/২০২৪)।

২০১৫ থেকে ২০২০ সালে র‌্যাবের মহাপরিচালক এবং ২০২০ সাল থেকে থেকে ২০২২ পর্যন্ত আইজিপি থাকাকালে বেনজীর আহমেদ গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির ওপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক।

এ পার্কে জমির প্রায় সবই হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ভয় দেখিয়ে, জোর করে এবং নানা কৌশলে কেনা হয়েছে। এছাড়া অনেক জমি দখল করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এম.কে
০৩ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

‘লাল পাহাড়ির দ্যাশে যা’ গানের স্রষ্টা অরুণ চক্রবর্তী মারা গেছেন

নির্বাচনে ইইউ ও যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানাবে বাংলাদেশঃ প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো ট্রাইব্যুনালে ১৪ জনকে তোলা হচ্ছে আজ