13.6 C
London
May 15, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

ইটালির আশ্রয়কেন্দ্রে বিস্ফোরণে আহত ৩১

মধ্য ইটালিতে শুক্রবার রাতে আশ্রয়প্রার্থীদের একটি আবাসিক ভবনে বিস্ফোরণে ৩১ জন আশ্রয়প্রার্থী আহত হয়েছেন৷ ‘সম্ভবত গ্যাস লিকের ফলে’ এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ফায়ার ব্রিগেড৷

ঘটনাটি ঘটেছে ইটালির মধ্যাঞ্চলের লাৎসিও অঞ্চলের সান লরেঞ্জো নুওভোতে৷ ফায়ার ব্রিগেডের ছবিতে দেখা গেছে, দ্বিতল ভবনটির একটি অংশ পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে৷

শনিবার ফায়ার ব্রিগেড বিবৃতিতে জানিয়েছে, ভবনটিতে একটি ‘বিস্ফোরণ ও আংশিক ধ্বসের’ ঘটনা ঘটেছে৷ ভবনটি আশ্রয়প্রার্থীদের জন্য একটি অভ্যর্থনা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো৷ বিস্ফোরণের কারণ সম্ভবত ‘গ্যাস লিক’ বলে মনে করছে সংস্থাটি৷

তল্লাশিতে উদ্ধারকারী কুকুরের সাহায্য নেয়া হয়৷ রাতভর এই তল্লাশিতে আহতের সংখ্যা দাঁড়ায় ৩১ জনে৷

বার্তা সংস্থাগুলোর খবর অনুযায়ী, গুরুতর অবস্থায় একজনকে হেলিকপ্টারে করে রোমের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তিনি কোমায় আছেন৷

ভবনটিতে আশ্রয়প্রার্থীদের মিনি-অ্যাপার্টমেন্ট আবাসন সুবিধা দেয়া হত৷ বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানা যায়।

এম.কে
১৪ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করছে যুক্তরাষ্ট্র, বরিস জনসনের স্বস্তি

পর্যটন শহর কক্সবাজার অচল, বিপাকে হাজারও পর্যটক

অনলাইন ডেস্ক

স্বাভাবিক আকার নিয়ে জন্মাচ্ছে না গাজার শিশুরা: জাতিসংঘ দূত