6.6 C
London
December 19, 2024
TV3 BANGLA
ইউরোপ

ইটালির ফ্যাশন মঞ্চে বাংলাদেশি নারীসহ অভিবাসীরা

দেশ ছেড়ে এসেও কোথাও যেন ঘর খুঁজে পেয়েছেন মানুষগুলো৷ তারা মেতেছেন সৃজনশীলতার আনন্দে৷ ইটালির ফ্যাশন জগতে নিজেদের জায়গা খুঁজে নিতে চাইছেন কয়েকজন অভিবাসী৷ আছেন এক বাংলাদেশি নারীও৷

মায়ানি অ্যাকাডেমি ১১০টি সংস্থার একটি নেটওয়ার্কের অংশ৷ শিল্পের মাধ্যমে ৯৫টি দেশের আশ্রয়প্রার্থী এবং শরণার্থীদের কর্মসংস্থানে একীভূতকরণের কাজ করে তারা৷ সংস্থাটি মনে করে, ‘সংস্কৃতিই স্বাস্থ্য৷’ মায়ানির এই কোর্সের ফলে অভিবাসীরা ইটালীয় সংস্কৃতিতে একীভূত হওয়ার সুযোগ পেয়েছেন৷ এছাড়া ভাষা শেখারও সুযোগ ছিল৷ ইউক্রেনের ইয়ানা কসলভস্কাও প্রশিক্ষণ নিয়েছেন এখানে৷ তিনি একজন জুয়েলারি ডিজাইনার৷

যুদ্ধ, সহিংসতা থেকে পালিয়ে আসা মানুষদের মুক্তির দরজা খুলে দিয়েছিলো এই ফ্যাশন ইভেন্ট৷

ফ্যাশন ডিজাইনার হতে চাওয়া ১৯ জন অভিবাসীর ছয় মাসের একটি কোর্স শেষ হলো গত শনিবার৷ তার সমাপনী আয়োজন ছিল জমজমাট৷ ইটালির ‘রিফিউজিস লাইভ ফ্যাশন শো’-তে অংশ নিয়েছেন বাংলাদেশি নারী ফিরদৌসী বেগম৷ হিজাব পরে মঞ্চে হেঁটেছেন এই ফ্যাশন ডিজাইনার৷

সূত্রঃ রয়টার্স

এম.কে
২৬ জানুয়ারি ২০২৪

 

আরো পড়ুন

অক্সফোর্ডের টিকা প্রয়োগ স্থগিত করল নেদারল্যান্ডস

নিউজ ডেস্ক

করোনা ভ্যারিয়েন্ট প্রতিরোধে ইউরোপ-এশিয়ায় নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা

১৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল গ্রিস

অনলাইন ডেস্ক