6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইয়েমেনে সম্মিলিত বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

ইয়েমেনের হোদেইদাহ বিমানবন্দর, সানা এবং ধামার সিটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইয়েমেনের হুথি সমর্থিত টেলিভিশন চ্যালেন আল মাসিরাহ টিভির বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

জানা গেছে, হোদেইদাহ বিমানবন্দর এবং হোদেইদাহের উত্তর-পশ্চিমে আল-কাথিব এলাকায় সাতটি বিমান হামলা চালানো হয়েছে।

এছাড়া সানায় চারটি ও ধামার সিটিতে একটি বিমান হামলা হয়েছে।

সোশ্যাল মিডিয়ার ফুটেজে এবং আল জাজিরার ফ্যাক্ট-চেকিং এজেন্সি হোদেইদাহতে হামলার ফলে ধোঁয়ার বড় কুণ্ডলী দেখতে পাওয়া গেছে বলে জানা গেছে।

রয়টার্স বলছে, আল মাসিরাহ টিভি দাবি করেছে, মার্কিন এবং ব্রিটিশ বাহিনী এই হামলা চালিয়েছে। তবে ব্রিটিশ সরকারের একটি সূত্র জানিয়েছে যুক্তরাজ্য এই হামলায় জড়িত নয়।

হামাস-ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে গত নভেম্বর থেকে ইয়েমেনের কাছাকাছি স্থানে আন্তর্জাতিক শিপিংয়ে হামলা শুরু করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।

সূত্রঃ আল জাজিরা

এম.কে
০৫ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

র‍্যাব নিয়ে ডয়চে ভেলের তথ্যচিত্র যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে

জার্মানিতে সহজ হচ্ছে নাগরিকত্বের পথ

মুসলিমদের সঙ্গে বেইমানি করলেন মাখোঁ!