TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইরাকের সঙ্গে নতুন চুক্তিঃ অবৈধ অভিবাসীদের দ্রুত ফেরাতে উদ্যোগ নিল যুক্তরাজ্য

অবৈধ অভিবাসীদের দ্রুত ফেরত পাঠাতে যুক্তরাজ্য ও ইরাক একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিটি স্বাক্ষর করেন হোম অফিস মন্ত্রী ড্যান জারভিস, ইরাকের উপপররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইনের দুই দিনের লন্ডন সফরের অংশ হিসেবে।

সরকার জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে যেসব ইরাকি নাগরিক যুক্তরাজ্যে থাকার বৈধ অধিকার রাখে না তাদের দ্রুত ফেরত পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া চালু হবে। তবে সব ইরাকি অভিবাসীকে ফেরত পাঠানো হবে না। যারা দেশে ফেরার পর নিপীড়নের শিকার হওয়ার আশঙ্কা প্রমাণ করতে পারবেন, তারা আশ্রয়ের সুযোগ পাবেন। হোম অফিসের তথ্যমতে, ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময়ে যুক্তরাজ্যে পৌঁছানো ইরাকিদের মধ্যে প্রায় ২৬ শতাংশকে প্রাথমিক পর্যায়ে আশ্রয় দেওয়া হয়েছে।

হোম অফিসের তথ্য বলছে, ২০২৫ সালের মার্চে শেষ হওয়া এক বছরে ছোট নৌকায় যুক্তরাজ্যে আসা ইরাকির সংখ্যা ১,৯০০, যা আগের বছরের ২,৬০০ থেকে কমেছে। সরকারের দাবি, এটি প্রমাণ করে যে ইরাকের সঙ্গে সহযোগিতা অবৈধ অভিবাসন ঠেকাতে কার্যকর হচ্ছে।

এদিকে কনজারভেটিভ দল নতুন চুক্তিকে “তুচ্ছ” ও “ভান” বলে সমালোচনা করেছে। তাদের মতে, এখন আর ছোট নৌকায় খুব কমসংখ্যক ইরাকি যুক্তরাজ্যে আসছে, অথচ সরকার কঠোর দেখানোর জন্য এ ধরনের চুক্তি করছে। কনজারভেটিভ শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিলিপ বলেছেন, “এটি আসলে একটি ভান, পারাপার বেড়েই চলেছে।”

সরকার বলছে, লেবার সরকার ক্ষমতায় আসার পর থেকে অবৈধ অভিবাসীদের ফেরাতে গতি বেড়েছে। প্রথম বছরে ৩৫ হাজারের বেশি মানুষকে ফেরত পাঠানো হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি। ইতোমধ্যে আলবেনিয়া ও ভিয়েতনামের সঙ্গেও এ ধরনের প্রত্যাবাসন চুক্তি হয়েছে।

গত বছর যুক্তরাজ্য ইরাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সীমান্ত নিরাপত্তা জোরদারে ৮ লাখ পাউন্ডের একটি সহায়তা চুক্তি করেছিল। পাচারকারী নেটওয়ার্কগুলো মোকাবিলায় এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউরোপজুড়ে সক্রিয় পাচার নেটওয়ার্কের অনেকগুলো পরিচালনা করে ইরাকি কুর্দিরা।

গত মাসে ফ্রান্সের সঙ্গেও একটি সমঝোতা হয়, যার আওতায় কিছু ছোট নৌকায় আসা অভিবাসীকে ফ্রান্সে ফেরত পাঠানো হবে এবং এর বিনিময়ে যুক্তরাজ্যও সমসংখ্যক আশ্রয়প্রার্থী গ্রহণ করবে।

সূত্রঃ বিবিসি

এম.কে
২১ আগস্ট ২০২৫

আরো পড়ুন

রোগের নাম ‘১০০ দিনের কাশি’! ঠান্ডা পড়তেই হু হু করে ছড়াচ্ছে ব্রিটেনে

ট্রায়াল হিসেবে কয়েক হাজার রোগীকে প্রথমবার ক্যান্সারের টিকা দিচ্ছে যুক্তরাজ্য

বুস্টার জ্যাব নেওয়ায় আমি শীতকালের জন্য সুরক্ষিত: স্বাস্থ্য সচিব

অনলাইন ডেস্ক