TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলের নতুন হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেইঃ ট্রাম্প

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সর্বশেষ আক্রমণের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ দাবি করেছেন তিনি।

ট্রাম্প বলেন, আজ রাতে ইরানের ওপর হামলার সাথে আমেরিকার কোনো সম্পর্ক ছিল না। তবে, আমরা সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি সম্পন্ন করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি।

মার্কিন নেতা আরও বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যে কোনো আক্রমণের জবাব মার্কিন সশস্ত্র বাহিনী ‘পূর্ণ শক্তি ও সামর্থ্যের সাথে’ দেবে।

এর আগে শুক্রবার রাতভর ইরানের রাজধানী তেহরানের এবং অন্যান্য শহরগুলোতে ধারাবাহিক সামরিক হামলা শুরু করে ইসরায়েল। তীব্র উত্তেজনার মধ্যে তেল আবিব সরকার তেহরানের আশেপাশের আবাসিক ভবনগুলোকেও লক্ষ্যবস্তু করে। এতে শতাধিক বেসামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে।

ইসরায়েলি বাহিনী ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ওপরেও হামলা চালিয়েছে। তেহরানে নিহত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন – সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। এর প্রতিক্রিয়ায় টানা দুই রাতের মতো শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবসহ ইসরায়েলজুড়ে পাল্টা হামলা চালায় ইরান।

সূত্রঃ ট্রুথ সোশ্যাল

এম.কে
১৫ জুন ২০২৫

আরো পড়ুন

নতুন আইন, নাগরিকত্বের শর্ত সহজ করল জার্মানি

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বিক্রি করে দিলেন ইলন মাস্ক

লেবাননজুড়ে এবার ওয়াকিটকি বিস্ফোরণে নিহত ২০, আহত ৪৫০