9.6 C
London
November 16, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরানে মোসাদ গুপ্তচরের ফাঁসি কার্যকর

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইসমাইল ফিকরি নামের এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগের অধীনে থাকা সংবাদমাধ্যম মিজান অনলাইন এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, ফিকরি রাষ্ট্রের শত্রুদের কাছে গোপন ও সংবেদনশীল তথ্য পাচারের দায়ে অভিযুক্ত ছিলেন। ইরানের সুপ্রিম কোর্ট তার ফাঁসির রায় বহাল রাখার পর এ শাস্তি কার্যকর করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ফিকরি মোসাদের দুই কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে তাকে ইরানে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, এই ফাঁসির রায় ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কের জন্য বড় একটি আঘাত।

সূত্রঃ মিজান অনলাইন

এম.কে
১৬ জুন ২০২৫

আরো পড়ুন

বাইডেনের নৈশভোজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিউজ ডেস্ক

ডিসপোজেবল ই-সিগারেট নিষিদ্ধ করছে ফ্রান্স

ফেসবুককে ইলন মাস্কের খোঁচা