19.2 C
London
July 28, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে অভিযান রুখতে কংগ্রেসের অনুমতি বাধ্যতামূলক করতে চান বার্নি স্যান্ডার্স

মার্কিন ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স শনিবার ঘোষণা দিয়েছেন, তিনি একটি নতুন বিল আনছেন, যার মাধ্যমে কংগ্রেসের পূর্বানুমতি ছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক অভিযান চালাতে পারবে না। সেইসঙ্গে এ ধরনের অভিযান পরিচালনায় ফেডারেল অর্থ ব্যবহার নিষিদ্ধ থাকবে।

এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে বার্নি স্যান্ডার্স লেখেন, “আমরা আমাদের দেশকে নেতানিয়াহুর বেআইনি ইরান যুদ্ধের জালে ফাঁসাতে পারি না।”

তিনি আরও বলেন, “আমি এমন একটি প্রস্তাবনা আনতে যাচ্ছি, যাতে স্পষ্টভাবে বলা থাকবে—কংগ্রেস অনুমোদন না দিলে ইরানে বা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক শক্তি ব্যবহারে ফেডারেল বাজেট ব্যয় করা যাবে না। তবে আত্মরক্ষার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।”

সিনেটর স্যান্ডার্সের এই বিল আনার সিদ্ধান্ত মূলত যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা এবং ওয়াশিংটনে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে এসেছে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের সামরিক কার্যক্রমের প্রবল সমালোচক হিসেবে পরিচিত স্যান্ডার্স। গত শুক্রবারও তিনি ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর একতরফা হামলার তীব্র নিন্দা জানিয়ে সতর্ক করেছিলেন যে, এই ধরনের আক্রমণ গোটা অঞ্চলে একটি ভয়াবহ যুদ্ধের সূচনা করতে পারে।

সূত্রঃ আনাদোলু

এম.কে
১৬ জুন ২০২৫

আরো পড়ুন

অবশেষে সপ্তম নাতনিকে স্বীকৃতি দিলেন বাইডেন

বাংলাদেশিসহ দক্ষিণ এশীয়দের প্রতি অনলাইন বিদ্বেষ বাড়ছে যুক্তরাষ্ট্রে

রোমানিয়ায় আটক ৮০০ অনিয়মিত অভিবাসী, ডিপোর্ট শতাধিক