4.2 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইলন মাস্কের এক্স ছাড়ার ঘোষণা দ্য গার্ডিয়ানের

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা বিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ছাড়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। সামাজিক যোগাযোগ প্লাটফর্মটিতে ‘বিরক্তিকর কনটেন্ট’ থাকার অভিযোগে বুধবার (১৩ নভেম্বর) সংবাদমাধ্যমটি এই ঘোষণা দেয়।

দ্য গার্ডিয়ানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা মনে করি যে, এক্স এখন তাদের কাজগুলো বিশেষ করে সংবাদ বা তথ্য প্রচার করার ক্ষেত্রে খুবই নেতিবাচক ভূমিকা পালন করছে। যে কারণে এটি আর তাদের তেমন কোনো কাজে আসছে না। সাংবাদিকতার প্রচারের জন্য সম্পদ অন্য কোথাও আরও ভালভাবে ব্যবহার করা যেতে পারে।

তাদের মতে, মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটিতে একটা সময় সাংবাদিকতার বিষয়গুলো শেয়ার করা হতো এবং দর্শকদের সঙ্গে যোগাযোগের জন্য একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করত। কিন্তু এখন প্ল্যাটফর্মটির কার্যকারিতা অনেকটাই কমে গেছে।

ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারে জায়গা পাওয়ার পরই দ্য গার্ডিয়ান এমন ঘোষণা দেয়। সংবাদমাধ্যমটির দাবি, এক্স প্ল্যাটফর্মে এখন প্রায়ই উগ্র ডানপন্থি ষড়যন্ত্রতত্ত্ব ও বর্ণবাদের মতো বিরক্তিকর বিষয়বস্তু প্রচার করা হয় বা পাওয়া যায়। যা প্ল্যাটফর্মটি ছাড়ার সিদ্ধান্তের অন্যতম কারণ।

ব্রিটিশ সংবাদমাদ্যমটি ঘোষণা দিয়েছে, ভবিষ্যতে দ্য গার্ডিয়ান তাদের কোনো অফিসিয়াল এডিটোরিয়াল অ্যাকাউন্ট এক্সে ব্যবহার করবে না। তবে এক্স ব্যবহারকারীরা চাইলে দ্য গার্ডিয়ানের যে কোনো আর্টিকেল শেয়ার করতে পারবেন। দ্য গার্ডিয়ান-এর এই সিদ্ধান্ত বা ঘোষণার প্রেক্ষিতে এক্সের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের মালিক ইলন মাস্ক ২০২২ সালে সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মটি কিনে নেন এবং এর নাম দেন এক্স। মাস্কের তত্ত্বাবধানে এতে বেশ কিছু পরিবর্তন এসেছে। ইলন মাস্ক এক্সকে মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দাবি করছেন।

সূত্রঃ এপি

এম.কে
১৭ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ করল রুশ চেচনিয়া

মণিপুরে ভয়াবহ বন্দুকযুদ্ধ, নিহত অন্তত ১৩

ওমরাহ পালনে অ্যাপের মাধ্যমে আগেই বুকিং দিতে হবে