23.5 C
London
July 16, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইসরাইল ও নেতানিয়াহুর ওপর নিষেধাজ্ঞার পক্ষে বেশিরভাগ কানাডিয়ান

এক জরিপে অর্ধেকেরও বেশি কানাডিয়ান ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা বজায় রাখার পক্ষে মত দিয়েছে বলে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ন্যাশনাল কাউন্সিল অফ কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম) কর্তৃক পরিচালিত মেইনস্ট্রিট রিসার্চ জরিপে দেখা গেছে, গাজা উপত্যকার পরিস্থিতির কারণে ইসরাইলে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে ৫৫% কানাডিয়ান।
এছাড়াও, ৪৯% বিশ্বাস করেন ইসরাইলের কাছে অস্ত্রের যন্ত্রাংশ, সামরিক পরিষেবা এবং প্রশিক্ষণ বিক্রি সীমিত করে আরও এগিয়ে যাওয়া উচিত কানাডার।

জরিপে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানার প্রতিও জোরালো জনসমর্থন জানানো হয়েছে।

এছাড়াও জরিপে অংশ নেওয়া ৫৬ শতাংশের বেশি ভোটার মত দিয়েছেন, কানাডার উচিত আইসিসির সিদ্ধান্ত মেনে চলা। অর্থাৎ নেতানিয়াহু কানাডায় প্রবেশ করলে তাকে গ্রেফতার করা।

লিবারেল পার্টির ভোটারদের মধ্যে, আইসিসির পরোয়ানা স্বীকৃতি দেওয়ার পক্ষে সমর্থন বিশেষভাবে বেশি, যার পক্ষে ৭০% ভোটার। অন্যদিকে রক্ষণশীল ভোটাররা এই বিষয়ে বিভক্ত, জরিপে অংশ নেওয়া অর্ধেক নেতানিয়াহুর গ্রেফতারকে সমর্থন করলেও বাকি অর্ধেক সিদ্ধান্তহীনতায় রয়েছেন।

জরিপটি চালানো হয়েছে গত ২২শে মার্চ থেকে ২৩শে মার্চের মধ্যে। যেখানে ১ হাজার ৯০ জন কানাডিয়ান জরিপে অংশ নিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ মাসে ইসরাইলে সমস্ত অস্ত্র চালানের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল কানাডা। পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি তখন এ ব্যাপারে বলেন, এই সিদ্ধান্তটি একটি সংসদীয় প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়েছে। যা উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে পাস হয়েছিল।

সূত্রঃ আনাদোলু এজেন্সি

এম.কে
২৭ মার্চ ২০২৫

আরো পড়ুন

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দিতে মনোনয়ন!

ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রীয় সমাধান: বাস্তবায়নের উপায় জানালেন ডেভিড ক্যামেরনের আইনজীবী

ফিলিস্তিনিরা ‘গণহত্যার’ শিকার উল্লেখ করে জাতিসংঘ কর্মকর্তার পদত্যাগ