5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ইসরাইলে হামলা: যুক্তরাজ্যে ইরানের দূতকে তলব

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ব্রিটিশ পররাষ্ট্র দফতর ইরানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে। রোববার ১৩ এপ্রিল লন্ডনে ইরানি দূতকে তলব করা হয়। আঙ্কারার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাজ্য ইসরাইলের বিরুদ্ধে ইরানের সরাসরি এবং নজিরবিহীন হামলার বিষয়ে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে। পাশাপাশি জর্ডান ও ইরাকের আকাশসীমা লঙ্ঘনেরও তীব্র সমালোচনা করেছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে তীব্র টানাপোড়েনের সময় ইরানের এই হামলা ‘বিপজ্জনক ও অপ্রয়োজনীয়’ ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক করতে ইরানি কর্তৃপক্ষকে অবশ্যই অর্থপূর্ণ এবং দ্রুত পদক্ষেপ নিতে হবে। আরও বলা হয়, ‘যুক্তরাজ্য ইসরাইলের নিরাপত্তা এবং জর্ডান ও ইরাকসহ আমাদের সমস্ত আঞ্চলিক অংশীদারের নিরাপত্তায় পাশে থাকবে।’

এছাড়া যুক্তরাজ্য আন্তর্জাতিক জলসীমায় ইরানের সশস্ত্র বাহিনীর জব্দ করা বেসামরিক জাহাজ এমএসসি অ্যারিস ও এর ক্রুদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে।

এর আগে গত ১ এপ্রিল দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলার প্রতিক্রিয়া হিসাবে শনিবার ১৩ এপ্রিল রাতে ৩শরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। যার বেশিরভাগই প্রতিহত করার দাবি করেছে ইসরাইল।

সূত্রঃ আনাদলু এজেন্সি

এম.কে
১৬ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

মঙ্গলে অভিযানে যাওয়ার চেয়ে টিকায় বিনিয়োগ ভালো: বিল গেটস

নিউজ ডেস্ক

কীভাবে, কোথায় পাবো আন্তর্জাতিক বৃত্তির খোঁজখবর?

রুশ নাগরিকদের কানাডা ভ্রমণ না করার পরামর্শ