5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ইসরায়েল-গাজা সহিংসতার পর লন্ডনে নিরাপত্তা জোরদার

লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলেছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলে মধ্যে সহিংসতা শুরুর পর তারা লন্ডন শহরের বিভিন্ন অংশে টহল বাড়িয়েছে।

মেট্রোপলিটন পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে, ‘ইসরায়েলে চলমান সংঘাত ও গাজা সীমান্তের সঙ্গে আমরা বেশ কিছু ঘটনা সম্পর্কে অবগত আছি। আমাদের সম্প্রদায়গুলোতে দৃশ্যমান উপস্থিতি এবং তাদের আশ্বস্ত করতে লন্ডনের বিভিন্ন অংশে পুলিশিং টহল বাড়ানো হয়েছে।’

এ ছাড়া ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান বলেছেন, ‘ব্রিটেনের রাস্তায় ইহুদিবিদ্বেষ বা সন্ত্রাসবাদকে গৌরবান্বিত করার জন্য শূন্য সহনশীলতা’ হওয়া উচিত।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ব্রাভারম্যান লিখেছেন, ‘আমি আশা করি পুলিশ হামাস ও অন্যান্য নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি সমর্থন প্রদর্শন বা ব্রিটিশ ইহুদিদের ভয় দেখানোর বিরুদ্ধে আইনের পূর্ণ শক্তি ব্যবহার করবে।’

এদিকে উত্তর-পশ্চিম লন্ডনের একটি সিনাগগের চারপাশে দৃশ্যমান নিরাপত্তার কথা জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম।

মেট বলেছে, ‘আমরা সচেতন যে চলমান সংঘর্ষ আগামী দিনে বিক্ষোভের দিকে নিয়ে যেতে পারে। আমরা একটি উপযুক্ত পুলিশিং পরিকল্পনা নিশ্চিত করব।

অন্যদিকে জার্মানি ও ফ্রান্সের পুলিশ বলেছে, তারা সিনাগগ, ইহুদি স্কুল ও স্মৃতিস্তম্ভগুলোর চারপাশে নিরাপত্তা জোরদার করেছে। খবরে আরো জানা যায়, ফিলিস্তিনিদের কিছু সমর্থক বার্লিনের রাস্তায় আক্রমণ উদযাপন করতে নেমেছিল।

এম.কে
০৯ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

মালয়েশিয়ায় ১৯১ বাংলাদেশিসহ আটক ২৬৯

অনলাইন ডেস্ক

ভ্যাকসিনেশন সেন্টারে পরিণত হলো লন্ডনের মসজিদ

নিউজ ডেস্ক

দুই ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক