15 C
London
October 9, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর হাতে আলোকচিত্রী শহিদুল আলম আটক, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ও প্রতিবাদ

গাজাগামী মানবিক সহায়তাবাহী একটি ফ্লোটিলায় অংশ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম। বুধবার (৮ অক্টোবর) দুপুরে এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। দেশের বিভিন্ন প্রান্তের নাগরিক, মানবাধিকার কর্মী ও শিল্পীসমাজ শহিদুল আলমের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

একই দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে শহিদুল আলমের মুক্তির দাবি জানান। তিনি লেখেন, “শহিদুল আলমকে মুক্তি দিন। আমি সরকারের কাছে আহ্বান জানাই, যেন তার নিরাপদে বাংলাদেশে ফেরার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়।”

এর আগে, বুধবার সকালে নিজের ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় শহিদুল আলম জানান, তিনি গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক সহায়তাবাহী একটি আন্তর্জাতিক ফ্লোটিলার সদস্য ছিলেন। যাত্রাপথে সাগরে ইসরায়েলি বাহিনী তাদের বাধা দেয় এবং তাকে আটক করে অজানা স্থানে নিয়ে যাওয়া হয়।

ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, “আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। যদি আপনি এ ভিডিওটি দেখে থাকেন, তাহলে ধরে নিতে হবে আমরা সাগরে বাধাগ্রস্ত হয়েছি এবং আমি ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে অপহৃত হয়েছি।”

শহিদুল আলমের এই বার্তা প্রকাশের পরই সামাজিক মাধ্যমে বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হয়। বহু মানুষ #FreeShahidulAlam এবং #BringHimHome হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট দিতে শুরু করেন। মানবাধিকার সংস্থা ও সাংবাদিক সংগঠনগুলোও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছে।

বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, ঢাকা থেকে তেলআবিব ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে শহিদুল আলমের অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৯ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

কাতারের পর ইয়েমেনে ইসরায়েলি হামলাঃ ৯ নিহত, আহত শতাধিক

সৌদি আরবে একসঙ্গে দুটি চাকরি করতে পারবেন প্রবাসী কর্মীরা

ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র আনছিল সৌদি জাহাজ, ইতালিতে আটক