10.9 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইসরায়েলের বিপক্ষে পোস্ট করায় এনএইচএস ডাক্তারের আই,এল,আর ভিসা খারিজ

হোম অফিস ৭ অক্টোবর হামাসের আক্রমণ সম্পর্কিত পোস্টের জন্য মেনাতালা এলওয়ানের যুক্তরাজ্যে থাকার অনুমতি বাতিল করতে চেয়েছিল।

একজন মিশরীয় এনএইচএস ডাক্তার, মেনাতালা এলওয়ান। তিনি ২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের আক্রমণ থেকে পালানো ইসরায়েলি নাগরিকদের নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করেছিলেন। যার কারণে হোম অফিস তাকে যুক্তরাজ্য হতে বহিষ্কার কর‍তে চেয়েছিল। কিন্তু পরবর্তীতে তিনি যুক্তরাজ্য থেকে বহিষ্কারের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জিতে গেছেন।

লিভারপুলের একটি এনএইচএস ট্রাস্টে কাজ করতেন ৩৪ বছর বয়সী এলওয়ান। হামাসের আক্রমণে ইসরায়েলের সৈনিকদের পালানোর ভিডিও শেয়ার করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, “যদি এটা তোমার বাড়ি হতো, তুমি থাকতে এবং লড়াই করতে”, সঙ্গে ছিল একটি হাসির ইমোজি।

হোম অফিস পরবর্তীতে মেনাতালা এলওয়ানকে যুক্তরাজ্যে থাকার সাময়িক অধিকার বাতিল করার চেষ্টা করেছিল। কিন্তু ২০১৬ সাল থেকে দেশটিতে আইনি অধিকার নিয়ে বসবাসকারী এলওয়ান এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন এবং একজন অভিবাসন ট্রাইব্যুনাল বিচারক তার পক্ষে রায় দেন।

মেনাতালা এলওয়ানের পোস্টগুলি হোম অফিস আদালতের কাছে উপস্থাপন করছিল। ম্যানচেস্টারের ট্রাইব্যুনাল আদালত মেনাতালার কেইস শুনে জানিয়েছিল, যুক্তরাজ্যে তার অব্যাহত উপস্থিতি “জনস্বার্থের অনুকূল হবে না”।

এলওয়ান এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন। তিনি জানান এটি তার মতপ্রকাশের স্বাধীনতা এবং পারিবারিক জীবনের অধিকারের লঙ্ঘন, যা ইউরোপীয় মানবাধিকার কনভেনশনের (ECHR) অধীনে সুরক্ষিত।

পরবর্তীতে আপিল আদালতের বিচারক ডেভিস রায় দেন এলওয়ানের থাকার অনুমতি বাতিল করা “ECHR বা সাধারণ আইনের অধীনে যুক্তিসঙ্গত বা সামঞ্জস্যপূর্ণ ছিল না।”

তিনি বলেন, এলওয়ানের আচরণ ছিল “স্বল্পস্থায়ী” এবং “এককালীন” — যুক্তরাজ্যে তার অবস্থান “অধিকাংশ ক্ষেত্রেই ইতিবাচক এবং নির্দোষ”।

বিচারক আরও বলেন: “যদিও ডাঃ এলওয়ান প্রকাশ্যে ক্ষমা চাননি, তবে তিনি গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার আগেই পোস্টগুলি সরিয়ে ফেলেছিলেন।

সেই দিনে এমন অনেক ব্যক্তিদের দ্বারা আরো পোস্ট করা হয়েছে, যারা অভিবাসন নিয়ন্ত্রণের আওতায় ছিলেন না। পোস্টগুলি সামগ্রিকভাবে রাজনৈতিক মতামতের সুরক্ষিত অভিব্যক্তি অন্তর্ভুক্ত করেছিল মাত্র।”

বিচারক ডাঃ এলওয়ানের ২০২৭ সাল পর্যন্ত দক্ষ কর্মী হিসেবে যুক্তরাজ্যে থাকার অনুমতি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেন এবং হোম অফিসকে “পুনরায় সিদ্ধান্ত নেওয়ার” নির্দেশ দেন। তবে, তিনি যুক্তরাজ্যে অনির্দিষ্টকালের জন্য থাকার অনুমতি প্রত্যাখ্যানের বিরুদ্ধে এলওয়ানের আপিল খারিজ করেন।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২৪ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

এমপি ডেভিড অ্যামেসের হত্যাকাণ্ড ‘সন্ত্রাসী ঘটনা’: পুলিশ

যুক্তরাজ্যের ভিডিও গেম বাজারে মন্দা

কনজারভেটিভ পার্টির নেতার লিফলেটে নাইজেল ফারেজের ছবি নিয়ে আলোচনা