TV3 BANGLA
বাংলাদেশ

ইসি চালু করল ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপঃ প্রথমবার বিদেশে বসেই ভোট দিতে পারবেন প্রবাসীরা

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন অ্যাপটি উন্মুক্ত করেন। উদ্বোধনের সময় মিশর, জাপান, আরব আমিরাত, কেনিয়া ও নেদারল্যান্ডসে বসবাসরত পাঁচজন প্রবাসীর নমুনা নিবন্ধনও প্রদর্শন করা হয়।

অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে সিইসি নাসির উদ্দিন এটিকে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক “অনন্য সংযোজন” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিদেশে থাকা প্রায় এক কোটি ৩০ লাখ বাংলাদেশি এতদিন জাতীয় নির্বাচনে ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলেন। ডাক ভোটের এই উদ্যোগ সেই বঞ্চনার অবসান ঘটাচ্ছে এবং গণতন্ত্রকে আরও বিস্তৃত ও প্রতিনিধিত্বশীল করবে।

তিনি জানান, প্রবাসীদের জন্য আঞ্চলিকভাবে পাঁচ দিন করে নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছে, যা বুধবার থেকে শুরু হয়ে চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। দেশের ভেতরের যোগ্য তিন শ্রেণির মানুষও ১৯ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধনের সুযোগ পাবেন। পরে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ও ফেব্রুয়ারির প্রথম দিকে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

অ্যাপ বাস্তবায়নকে ‘দুঃসাহসী উদ্যোগ’ হিসেবে উল্লেখ করে সিইসি বলেন, ১৪৩টি দেশের ডাক বিভাগকে যুক্ত করতে হবে, যা একটি বড় চ্যালেঞ্জ। কানাডায় ডাক ধর্মঘটের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, এত দেশ যুক্ত হওয়ার কারণে অনাকাঙ্ক্ষিত বিঘ্নের সম্ভাবনাও উড়ানো যায় না।

বিদেশি বিশেষজ্ঞদের আপত্তি থাকলেও কমিশন নিজেদের সিদ্ধান্তে অটল থেকে কাজটি এগিয়ে নিয়েছে বলেও জানান সিইসি। তিনি বলেন, “আমরা শুধু অ্যাপ চালু করছি না—আমরা বৈশ্বিক নাগরিকত্বের নতুন দরজা খুলে দিচ্ছি।”

অ্যাপটির কারিগরি দিক তুলে ধরেন প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান। তিনি জানান, নিবন্ধনের সব ধাপ অনলাইনে ভেরিফায়েবল—মোবাইল ও ইমেইল ওটিপি, এনআইডি যাচাই, ফেসিয়াল রেকগনিশন ও লাইভলিনেস চেক বাধ্যতামূলক। প্রবাসীর অবস্থানরত দেশের ঠিকানাই নিবন্ধনে ব্যবহার করতে হবে; বাংলাদেশ বা অন্য দেশে বসে নিবন্ধন করার সুযোগ থাকবে না।

তিনি আরও জানান, ১০টি ধাপে সম্পন্ন হবে পুরো নিবন্ধন প্রক্রিয়া, যা ৫–১০ মিনিট সময় নিতে পারে। অ্যাপ ডাউনলোড থেকে শুরু করে তালিকাভুক্ত হওয়া পর্যন্ত রয়েছে নির্দেশনা, ভিডিও টিউটোরিয়াল ও হেল্পলাইন সাপোর্ট।

ইসি জানায়, প্রবাসীদের ডাক ভোটে ব্যালট পেপার ডাকযোগে পাঠানো হবে এবং সেই খাম ট্র্যাকিং সুবিধাও থাকবে। প্রতিটি ভোটে ব্যয় হবে প্রায় ৭০০ টাকা। তবে নিবন্ধন সংকট, ডাক বিভাগের সীমাবদ্ধতা, ব্যালট নষ্ট হওয়া ও সাইবার নিরাপত্তা—এসব বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, বিশ্বব্যাপী প্রবাসীদের ভোটার তালিকাভুক্তির হার মাত্র ৩ শতাংশ। তাই নিবন্ধনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবুও প্রবাসী জনগোষ্ঠীকে ভোটে সম্পৃক্ত করতে কমিশন প্রযুক্তিনির্ভর এই নতুন পদ্ধতিতে এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশে ও প্রবাসে ১৯ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে নিবন্ধন। নির্ধারিত সময়ে নিবন্ধন সম্পন্ন হলে প্রবাসী ভোটার তালিকা প্রিন্ট করা হবে এবং ডাক বিভাগীয় সহযোগিতায় ভোটগ্রহণের লজিস্টিকস পরিচালিত হবে।

সূত্রঃ বিডি নিউজ ২৪

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশি সেনাদের প্রশিক্ষণ দিবে পাকিস্তান! ভারতের উদ্বেগ

মুডি’স রেটিংয়ে বাংলাদেশের অবনমন

বঙ্গবন্ধু টানেলে আবার দুর্ঘটনা: বাস-প্রাইভেট কার সংঘর্ষে আহত ৩