TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

উইলকো স্টোর গুলোতে শোরুম খুলছে পাউন্ডল্যান্ড

দশটি সাবেক উইলকো স্টোরে পাউন্ডল্যান্ড নিজেদের আউটলেট খুলতে যাচ্ছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়। আগামী শনিবার হতে আউটলেটগুলো চালু হবে বলে জানায় কর্তৃপক্ষ।

পাউন্ডল্যান্ডের মালিক পেপকো জানিয়েছেন, তারা প্রাক্তন উইলকো কর্মীদের স্টোর সহকারী এবং ম্যানেজার পদে চাকুরির আবেদনে উৎসাহিত করছে। প্রাক্তন উইলকো কর্মীদের চাকুরি দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে জানায় কর্তৃপক্ষ।

পেপকো হাই স্ট্রিট চেইন উইলকোর পতনের পরে ৭১ টি উইলকো স্টোর কেনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল বলে জানায় সংবাদমাধ্যম। এইগুলি সমস্ত পাউন্ডল্যান্ড ব্র্যান্ডের অধীনে পুনরায় খোলা হবে বলে জানা যায়।

পরিবারিক মালিকানাধীন উইলকো স্টোরে ১২,৫০০ কর্মী কর্মরত ছিলেন যারা ৪০০ টি মতো স্টোর চালিয়েছিলেন।

উল্লেখ্য যে, উইলকো কর্তৃক নিযুক্ত প্রশাসকরা এর আগে বিএন্ডএম এর কাছে ৫১ টি উইলকো স্টোর বিক্রির একটি চুক্তি করেছিলেন। পিডব্লিউসি জানিয়েছে, বিএন্ডএম এবং পেপকো কর্তৃক ক্রয় করা স্টোর গুলোতে বর্তমানে প্রায় ৩,২০০ উইলকো কর্মীরা কাজ করছেন। উইলকোর নাম হাই স্ট্রিট হতে পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে না, কারণ নিজস্ব ব্র্যান্ড আইটেমগুলি তারা রেঞ্জ স্টোরগুলিতে বিক্রি করবে।

 

এম.কে
২৮ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

আকস্মিক বন্যার কবলে লন্ডন, বাইরে বের হওয়ার ব্যাপারে সতর্কতা

অনলাইন ডেস্ক

ইংল্যান্ডে মুসলিম বন্দিরা বেশি মাত্রায় বলপ্রয়োগের শিকার হনঃ দাতব্য সংস্থা

যুক্তরাজ্যে আবারও ধর্মঘটের ডাক দিয়েছেন চিকিৎসকেরা