17.2 C
London
November 24, 2024
TV3 BANGLA
বাকি বিশ্ব

উচ্ছেদের পর ডাবলিনে ফের অভিবাসীদের তাঁবু

আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠানো নিয়ে প্রতিবেশী যুক্তরাজ্যের সঙ্গে আয়ারল্যান্ডের কূটনৈতিক বিরোধ অব্যাহত রয়েছে৷ কদিন আগেই রাজধানী ডাবলিনে ইন্টারন্যাশনাল প্রোটেকশন অফিস (আইপিও) এর পাশে তাঁবু টানিয়ে বানানো অভিবাসী শিবির উচ্ছেদ করেছিল আইরিশ কর্তৃপক্ষ৷ এরপর দেশটির রাজধানীর গ্র্যান্ড ক্যানেলের পাশে বেশ কয়েকটি তাঁবু বসানো হয়েছে৷

ব্রিটিশ সংবাদপত্রগুলোতে বলা হয়েছে, নতুন তাঁবুগুলো আগের অবস্থান থেকে খুব একটা দূরে নয়৷ আইরিশ এক্সামিনার সংবাদপত্রের মতে, ইতিমধ্যে ‘‘৭০টিরও বেশি তাঁবু’’ টানানো হয়েছে৷

তাঁবুর বেশিরভাগ বাসিন্দাকে ‘‘আন্তর্জাতিক সুরক্ষাপ্রার্থী এবং সঙ্গীহীন পুরুষ’’ হিসাবে বর্ণনা করা হয়েছে৷ আইরিশ এক্সামিনার বলেছে, ‘‘রাষ্ট্রীয় আবাসনের সুযোগ না থাকায় তাঁবুতে থাকতে বাধ্য হন তারা৷’’ তাদের অনুমান, ‘‘প্রায় এক হাজার ৭০০ জন পুরুষ বাসস্থান সংক্রান্ত প্রস্তাবের অপেক্ষায় আছেন৷’’

আইরিশ কর্তৃপক্ষ প্রথম শিবির উচ্ছেদ শুরু করে ১ মে৷ সেখানে প্রায় দুইশ অভিবাসী থাকতেন৷ তারা রাস্তা অবরোধ করেছিলেন৷ এরপর কয়েকজন অভিবাসীকে শহরের বাইরে অন্য শিবিরে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে৷

আইরিশ এক্সামিনারের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের বিবৃতি অনুযায়ী, আইপিও অফিসের বাইরে থাকা ব্যক্তিদের ডাবলিনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সিটিওয়েস্ট এবং ক্রুকসলিং-এ আরো মজবুত তাঁবুর আবাসনে নিয়ে যাওয়া হয়েছিল৷

বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে যারা বিকল্প আবাসনে স্থানান্তরিত হয়েছেন, তাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই ডাবলিন শহরের কেন্দ্রে পূণরায় ফিরে এসেছেন৷ ফিরে আসার কারণ হিসাবে বন্যা এবং বিকল্প স্থানগুলো বিচ্ছিন্নভাবে অবস্থিত বলে উল্লেখ করেন তারা৷

সূত্রঃ রয়টার্স /বিবিসি

এম.কে
০৯ মে ২০২৪

আরো পড়ুন

ভারতের ৫২টি ঔষধ অত্যন্ত নিম্নমানের, সতর্ককতা জারি

কর্মী সংকটে সুইডেনে বন্ধ হচ্ছে বাংলাদেশি রেস্তোরাঁ

দেড় বছর পর সীমান্ত খুলে দিচ্ছে অস্ট্রেলিয়া