6.8 C
London
December 28, 2025
TV3 BANGLA
ফিচারবাংলাদেশ

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উৎসব নিয়ে যে প্রশ্নগুলোর উত্তর খোঁজা প্রয়োজন!

বুলবুল হাসান— ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রচার সাংবাদিক, লেখক ও নাট্যকার।

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উৎসব সম্পন্ন হলো নানা ঘটনা-দুর্ঘটনায়। জেমসের কনসার্ট পণ্ড হওয়ার পর জাতীয়, আঞ্চলিক এমনকি আন্তর্জাতিক পরিসরে এর উত্তাপ দূরে থেকেও টের পাচ্ছিলাম। যেহেতু এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী আমি, স্বাভাবিকভাবেই কৌতূহলী ছিলাম কেমন হলো উৎসবটি জানতে।

উৎসবে অংশ নিয়েছেন— এমন একাধিক ঘনিষ্ঠজনের সঙ্গে কথা বলে জানতে পারি, মোটা দাগে সফল আয়োজন ছিল এটি। আয়োজকরা দুই দিনের এই পুনর্মিলনীকে স্মরণীয় করে রাখতে চেষ্টার কোনো ত্রুটি করেননি। যদিও কেউ কেউ অভিযোগ করেছেন, মূল উদ্যোক্তাদের কয়েকজন কোনো ধরনের রাখঢাক ছাড়াই নিজেদেরকে পাদপ্রদীপের আলোয় রাখতে সচেষ্ট ছিলেন। মঞ্চে যখন বিশিষ্টজনরা স্মৃতিচারণ করছিলেন, তখন তাঁদের চারপাশে অন্যদের দাঁড়িয়ে থাকার আদৌ প্রয়োজন ছিল কি না— সেটি নিয়েও প্রশ্ন উঠেছে। সে যাই হোক, এত বড় আয়োজনের বিপরীতে এগুলোকে আমার কাছে খুব সিরিয়াস ইস্যু মনে হয়নি।

মূল আলোচনায় আসা যাক। জেমসের কনসার্ট বাতিল হওয়া নিয়ে গত ২৪ ঘণ্টায় কয়েক ধরনের স্পেকুলেশন ডালপালা বিস্তার করেছে।

ভারতীয় গণমাধ্যমসহ বেশ কিছু অনলাইন ও সোশ্যাল মিডিয়ার আলোচনায় এই ঘটনার নেপথ্যে ‘তৌহিদী জনতা’র সম্পৃক্ততার কথা বলা হয়েছে। কেউ কেউ আবার যাচাই-বাছাই না করেই ‘৫ জন নিহত’ হওয়ার অসত্য সংবাদ প্রচার করে সেনসেশন তৈরি করতে চেয়েছে।

বলা প্রয়োজন, পৃথিবীর যে কোনো দেশে গেলে আমি সাধারণত সেখানকার সংবাদপত্র ও সংবাদমাধ্যমকে বোঝার চেষ্টা করি। তো এই শতাব্দীর গোড়ার দিকে আমি যতবার কলকাতায় গেছি, অনেক চেষ্টা করেও তখন বাংলাদেশের এমনকি জাতীয় গুরুত্বপূর্ণ কোনো সংবাদও সেখানে খুঁজে পাইনি। ভেতরের পাতায় কিংবা কোন চিপাচাপিতেও না। তো এখন যেহেতু সময় বদলেছে, যত্রতত্র ‘তৌহিদী জনতা’কে খুঁজে নেওয়ার এই সুযোগকে কেনই বা তারা হাতছাড়া করবে!

আয়োজকরা বলছেন, জেমসের কনসার্ট সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়নি বলেই নগরবাউলের ভক্তকুল এই ঘটনা ঘটিয়েছে। ফরিদপুরের জেলা প্রশাসন অবশ্য (আনঅফিশিয়ালি) দাবি করেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা ঝুঁকির বিষয়ে আগেই আয়োজকদের সতর্ক করা হয়েছিল।

অংশগ্রহণকারীদের একাংশ বলছে, ফরিদপুর শহরে কনসার্ট চলাকালে সংঘর্ষের ঘটনা আগেও ঘটেছে। তবে আয়োজনের যে ব্যাপকতা, সেখানে নিরাপত্তাজনিত অব্যবস্থাপনা ও কৌশলগত কিছু ভুলই কনসার্ট বাতিল হওয়ার মূল কারণ বলে তারা মনে করছেন।

আমার ব্যাচমেটসহ কয়েকজন দায়িত্বশীল সাংবাদিক এবং ফরিদপুরে স্থায়ীভাবে থাকেন— এমন একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলার পর যে বিষয়গুলো আমাকে ভাবাচ্ছে, সেটা নিয়ে কোনো ইন-ডেপথ আলোচনা কিংবা অনুসন্ধানী প্রতিবেদন কোনো মিডিয়াতেই এখনো চোখে পড়েনি।

কয়েকটা বিষয়:

আয়োজক কমিটির মূল ব্যক্তিবর্গ, অর্থাৎ যাদের হাতে অনুষ্ঠানের নিয়ন্ত্রণ ছিল, তাঁদের একটি উল্লেখযোগ্য অংশ ছিলেন বিএনপিপন্থী। তবে একথা সত্য যে, পুরো আয়োজনে তাঁরা ইনক্লুসিভ থাকার চেষ্টা করেছেন। তাঁদের কারণেই আওয়ামীপন্থী কয়েকজনকে ৫ আগস্টের পর প্রথমবারের মতো প্রকাশ্যে (মঞ্চে) দেখা গেছে। এটা কাদের মাথাব্যথার কারণ হতে পারে, সেটা ভাবার বিষয়।

পুরো আয়োজনে মহান মুক্তিযুদ্ধে ফরিদপুর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের (শহীদ নওফেলসহ) আত্মত্যাগ এবং অংশগ্রহণকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়েছে। এমনকি যে র‍্যালিটি পুরো শহর প্রদক্ষিণ করেছে, সেখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান/সুরও বাজানো হয়েছে। এটা নির্দিষ্ট কিছু রাজনৈতিক মতাদর্শের মানুষের জন্য অস্বস্তিকর। যদিও র‍্যালিতে অংশ নেওয়া একটি অংশকে ইনকিলাব মঞ্চের নেতা সদ্য প্রয়াত ওসমান হাদিকে নিয়েও স্লোগান দিতে শোনা গেছে। অনেকে মনে করছেন, উৎসবকে ঘিরে কোথায় যেন এক ধরনের অদৃশ্য পলিটিক্যাল টেনশন কাজ করেছে।

ফরিদপুর ছোট শহর। এখানে সবাই সবাইকে চেনে। কিন্তু জেমসের যেসব ভক্ত কনসার্ট দেখতে ভেতরে ঢুকতে পারেনি বলে সংক্ষুব্ধ হয়েছে বলে দাবি করা হচ্ছে, জানা গেছে তাদের একটা বড় অংশই ফরিদপুর শহরের নয়। এমনকি তারা শহরতলি কিংবা আশপাশেরও নয়। গরু বহনকারী ছোট ছোট খোলা ট্রাকে করে তারা ফরিদপুরের বাইরের বিভিন্ন জেলা থেকে এসে জড়ো হয়েছিল। তো জেমসের এসব স্বঘোষিত মুরীদরা আদৌ তাঁর গানের ভক্ত কি না, নাকি অন্য কোনো উদ্দেশ্যে নিয়ে এসেছে— এসব নিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং আরও তদন্ত করার সুযোগ রয়েছে বলে আমি মনে করি। জাতীয় নির্বাচনের আগে ভীষণ নাজুক এই রাজনৈতিক বাস্তবতায় কে বা কারা এই ‘মিশন জিলা স্কুল’ প্রজেক্টে ইনভেস্ট করেছে সেটা বের করা খুব কঠিন হবে বলে আমি অন্তত মনে করি না।

[ বুলবুল হাসান— ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রচার সাংবাদিক, লেখক ও নাট্যকার।]

আরো পড়ুন

দিল্লিতে শেখ হাসিনার গোপন আশ্রয়ের ঠিকানা ফাঁস

প্রবাসীদের কর্মসংস্থান নিয়ে শঙ্কার কথা

অনলাইন ডেস্ক

এনসিপি’র যুগ্ম সদস্যসচিব সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি