16.5 C
London
May 13, 2025
TV3 BANGLA
বিনোদন

এ কেমন ফ্যাশন! গায়ে আগুন লাগিয়ে র‍্যাম্পে হাজির মডেল!

নামী ফ্যাশন শো-এ একের পর এক মডেলরা হেঁটে চলেছেন। আচমকাই এক মডেল গায়ে আগুন দিয়ে প্রবেশ করলেন। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের শিখা নিয়েই ধীরে ধীরে মঞ্চের কাছে এগিয়ে আসেন সেই মডেল। সম্প্রতি এমনই এক ফ্যাশন শো-এর নজির ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ফ্যাশনের দুনিয়ায় ‘প্যারিস ফ্যাশন উইক’-এর খুবই নামডাক রয়েছে। সেই ফ্যাশন প্রদর্শনীর মঞ্চেই সম্প্রতি এক মডেলের আগুন লাগিয়ে র‍্যাম্পে হাঁটার ঘটনায় তাজ্জব হয়ে গিয়েছেন সকলে। আচমকাই সেই মডেলকে গায়ে আগুন লাগিয়ে মঞ্চের দিকে এগিয়ে আসতে দেখে প্রথমে বেশ ভয়ই পেয়ে গিয়েছিলেন অতিথিরা।
দেশ-বিদেশের নামী ফ্যাশন শো-এ খানিকটা অন্য ধরনের পোষাক কিংবা মেকআপের জন্য মডেলরা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেন। তবে অন্য ধরনের ফ্যাশন প্রমাণ করার জন্য একেবারে গায়ে আগুন লাগিয়ে মঞ্চে হাজির হয়ে সত্যিই সকলকে তাক লাগিয়ে দিয়েছেন এক মডেল।
সম্প্রতি ‘প্যারিস ফ্যাশন উইক’-এর মঞ্চে হাঁটেন বিভিন্ন মডেল। তারই মধ্যে হঠাৎ মঞ্চে আক্ষরিক অর্থে ‘আগুন লাগিয়ে দেন’ এক মডেল। ডিজাইনারের পোশাক পরে রীতিমতো গায়ে আগুন লাগিয়ে মঞ্চে হাজির হন সেই মডেল।
এম.কে
০৫ মার্চ ২০২৩

আরো পড়ুন

হোম অফিসকে যেভাবে আনন্দময় করে তুলতে পারবেন

অনলাইন ডেস্ক

রিমান্ডের অপব্যবহার হয়েছে: হাই কোর্ট

অনলাইন ডেস্ক

প্রশিক্ষণ বিষয়ক নতুন অনুষ্ঠান ‘প্রসপেক্টস’

অনলাইন ডেস্ক