13 C
London
February 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

এক ঘৃণ্য ধর্ষককে ধরতে যুক্তরাজ্য পুলিশের জরুরি বার্তা

যুক্তরাজ্যে বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। গতবছরে ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি রবিবার ভোর ২:৩০ থেকে ৪:৪০ এর মধ্যে এসেক্সের হার্লো টাউন রেলওয়ে স্টেশনে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় একটি ১৪ বছর বয়সী কিশোরীকে যৌন নির্যাতন করা হয়।

১৪ বছরের বালিকাকে রেলস্টেশনের টয়লেটে ধর্ষণ করা হয়। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ (বিটিপি) এই ঘটনার তদন্তে নিয়োজিত রয়েছে এবং তারা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে ধারণকৃত একজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে। পুলিশ বিশ্বাস করে যে এই ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত তথ্য তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিটিপি এক বিবৃতিতে জানায়, “ঘটনার দিন থেকে এক বছর পরেও আমরা হার্লো টাউন রেলওয়ে স্টেশনে সংঘটিত ধর্ষণ ও যৌন নির্যাতনের তদন্ত চালিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি যে সিসিটিভি ফুটেজে ধৃত এই ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্য আমাদের তদন্তে সহায়তা করতে পারে।”

পুলিশের পক্ষ থেকে জনগণের সহায়তা কামনা করা হয়েছে। যদি কেউ এই ব্যক্তিকে চিনতে পারেন বা ঘটনাটি সম্পর্কে কোনো তথ্য দিতে পারেন, তবে তারা 61016 নম্বরে টেক্সট করে বা 0800 40 50 40 নম্বরে ফোন করে বিটিপির সাথে যোগাযোগ করতে পারেন। কল করার সময় রেফারেন্স নম্বর 2400021176 উল্লেখ করতে হবে। এছাড়াও, 0800 555 111 নম্বরে ক্রাইমস্টোপার্সের সাথে যোগাযোগ করার অনুরোধ করেছে বিটিপি।

বিটিপি জানিয়েছে, এই ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য পুলিশের তদন্তে সহায়তা করা এবং সম্ভাব্য সাক্ষ্য বা তথ্য প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্রঃ দ্য সান

এম.কে
২১ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে অভিবাসন সংক্রান্ত জালিয়াতির কারণে ১০ জনকে সাজা

যুক্তরাজ্যের রিটেইল খাতে বাড়ছে অপরাধ

নিজস্ব দাতব্য প্রতিষ্ঠানের জন্য বড় অনুদান নেবেন না প্রিন্স চার্লস