5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

এক বছরে তৃতীয় দেশের নাগরিকদের ২৮ হাজার ওয়ার্ক পারমিট দিয়েছে মাল্টা

গত বছর ইউরোপের দেশ মাল্টা অ-ইউরোপীয় নাগরিকদের জন্য ৪১ হাজার ৯২৭টি রেসিডেন্ট পারমিট ইস্যু করেছে৷ যা আগের বছরের পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে৷ এছাড়া অ-ইউরোপীয়দের সর্বোচ্চ সংখ্যক ওয়ার্ক পারমিটও ইস্যু করেছে দেশটি৷

ইইউর পরিসংখ্যান বিষয়ক দপ্তর ইউরোস্ট্যাট জানিয়েছে, ২০২৩ সালে মাল্টা কর্তৃপক্ষ ৪১ হাজার ৯২৭টি টিসিএন বা তৃতীয় দেশের নাগরিকদের জন্য নিবেদিত রেসিডেন্স পারমিট দিয়েছে৷

যেটি ২০২২ সালের তুলনায় চার হাজার বেশি৷ এছাড়া এই সংখ্যা ইইউর দেশগুলোর সামগ্রিক গড়ের চেয়েও দশগুণ বেশি বলে নিশ্চিত করেছে দপ্তরটি৷

পরিসংখ্যান দপ্তর আরও জানিয়েছে, ইস্যুকৃত রেসিডেন্স পারমিটের মধ্যে ২৮ হাজার পারমিট ইইউর বাইরে থাকা কর্মীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে বা ওয়ার্ক পারমিট হিসেবে দেয়া হয়েছে৷ এই সিদ্ধান্তের ফলে দেশটির শ্রম বাজারে নতুন করে ২৮ হাজার বিদেশি কর্মী যুক্ত হয়েছে৷

কর্মসংস্থানের জন্য আসা অভিবাসীদের মধ্যে ভারতীয় রয়েছেন ১১ হাজার, নেপালি ছয় হাজার ৫১৫ জন এবং কলম্বিয়া থেকে এসেছেন তিন হাজার ৬৪৮ জন৷

বিদেশি শ্রমিকের সংখ্যা বাড়ার পর মাল্টা সরকার রেসিডেন্স পারমিটের ফি বাড়ানো হয়েছে৷

ইউরোস্ট্যাটের মতে, ২০২৩ সালের শেষ নাগাদ মাল্টায় বিদেশি জনসংখ্যার হার ১৫.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে এক লাখ ৫৮ হাজার ৩৬৮-এ দাঁড়িয়েছে। যার বিপরীতে স্থানীয় জনসংখ্যা মাত্র ০.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

চলতি বছরের জানুয়ারি মাল্টা কর্তৃপক্ষ ইইউর বাইরের কর্মীদের জন্য ওয়ার্ক পারমিটের আবেদন ফি বাড়িয়ে ৩০০ ইউরো করেছে৷

২০২৩ সালের জুলাই পর্যন্ত মাল্টায় অ-ইইউ কর্মীদের সংখ্যা ছিল ৬৮ হাজার ৬৫৫ জন৷ যাদের বড় অংশ প্রধানত ভারত, ফিলিপাইন, নেপাল, আলবেনিয়া এবং কলম্বিয়ার নাগরিক৷ ফি বৃদ্ধি সরাসরি এসব অভিবাসী শ্রমিকদের প্রভাবিত করবে৷ কারণ এসব ব্যক্তিদের অবশ্যই তাদের পারমিট নবায়ন করতে হয়৷

২০২৩ সালের শেষ নাগাদ মাল্টার মোট জনসংখ্যা পাঁচ লাখ ৬৩ হাজার ৪৪৩-এ পৌঁছেছে। অনিয়মিত অভিবাসীদের এই পরিসংখ্যানে যুক্ত করা হয়নি।

২০২৪ সালের শুরুর দিকে মাল্টা শ্রমবাজারে শ্রমিক ঘাটতি মেটাতে দক্ষ বিদেশি কর্মীদের জন্য দ্রুততর প্রক্রিয়ায় ‘বিশেষজ্ঞ কর্মী’ আনার উদ্যোগ নিয়েছে৷

ইইউ স্তরে দক্ষ কর্মী হিসেবে রেসিডেন্ট পারমিট পাওয়া সুবিধাভোগীদের শীর্ষে আছেন ইউক্রেন, বেলারুশ, ভারত এবং তুরস্কের নাগরিকেরা৷

২০২৩ সালে ইইউ দেশগুলো ৩৭ লাখেরও বেশি অ-ইইউ নাগরিকদের প্রথম রেসিডেন্স পারমিটের অনুমতি দিয়েছে। যা ২০২২ সালের চেয়ে ৪.৭ শতাংশ বেশি৷

সূত্রঃ ইউরোস্ট্যাট

এম.কে
২২ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

বাংলাদেশি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করলো ত্রিপুরার হোটেল মালিকরা

অবশেষে খুলে দেয়া হলো আফ্রিকার সর্ববৃহৎ মসজিদ

অতিরিক্ত কার্বন নিঃসরণ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে পৃথিবীকে

নিউজ ডেস্ক