বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট নিয়ে অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও নতুন বিতর্ক সৃষ্টি করেছে। একটি ভিডিওতে দেখা যায়, একটি বাসার ভেতরে কয়েকজন ব্যক্তি একসঙ্গে অনেকগুলো পোস্টাল ব্যালট গণনা করছেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি।
ভাইরাল হওয়া প্রধান ভিডিওটির দৈর্ঘ্য ৭ মিনিট ৩২ সেকেন্ড। এতে পোস্টাল ব্যালটের খামের ওপর বাহরাইনের ঠিকানা লেখা দেখা যায়। ভিডিওতে কয়েকজনকে ব্যালট গুনতে দেখা গেলেও সেখানে উপস্থিত ব্যক্তিরা ভিডিও ধারণে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং ফেসবুকে ভিডিও না ছড়ানোর অনুরোধ জানাতে শোনা যায়।
ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, একাধিক ব্যক্তি ভিডিও করলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে পারে এবং এতে ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। পাশাপাশি আশঙ্কা প্রকাশ করা হয়, এমন ঘটনা ছড়িয়ে পড়লে বাহরাইনে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ বন্ধ হয়ে যেতে পারে।
ফ্যাক্ট চেক বা যাচাই করে দেখা গেছে, আলোচিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নয়। অর্থাৎ ভিডিওটি বাস্তব ঘটনার চিত্র ধারণ করছে বলে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে একই ধরনের আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার দৈর্ঘ্য ২৭ সেকেন্ড। ওই ভিডিওতে অনেকগুলো পোস্টাল ব্যালট একসঙ্গে গণনা করতে দেখা যায়। জুনায়েন বিন সাদ নামের এক ব্যক্তি ভিডিওটি ফেসবুকে পোস্ট করে দাবি করেছেন, এটি ওমানে জামায়াতে ইসলামীর এক ব্যক্তির বাসার ভিডিও।
কিছু ব্যবহারকারী আবার দাবি করছেন, প্রথম ভিডিওটিও বাহরাইনে জামায়াতের একজন নেতার বাসায় ধারণ করা। তবে এসব দাবির বিষয়ে এখনো কোনো দলীয় বা সরকারি পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি।
২৭ সেকেন্ডের ভিডিওতে চট্টগ্রাম–৩ আসনের নাম উচ্চারিত হতে শোনা যায়। বিষয়টি জানতে চাইলে চট্টগ্রাম–৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, তারা রাতেই ভিডিওটির বিষয়ে অবগত হয়েছেন। তবে ভিডিওটি কোন দেশে ধারণ করা হয়েছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এই ইস্যুতে শনিবার বিকেলে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির পক্ষ থেকে পোস্টাল ব্যালট নিয়ে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়টি উত্থাপন করা হয়।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা বহু পোস্টাল ব্যালট ‘হ্যান্ডেল’ করছেন—এমন ভিডিও ভাইরাল হয়েছে। তিনি জানান, নির্বাচন কমিশন বিষয়টি নজরে নিয়েছে এবং বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছে।
নজরুল ইসলাম খান আরও বলেন, নির্বাচন কমিশন তাদের আশ্বস্ত করেছে যে বিষয়টি তদন্ত করে একটি প্রতিবেদন দেওয়া হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ ভোটে কারচুপির চেষ্টা করলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার তালিকায় ব্লক দেওয়া হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। একইভাবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। আগে আইন থাকলেও সুযোগ সীমিত ছিল। এবার ‘আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট’ পদ্ধতি চালু করতে নির্বাচনী আইনে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন।
ইসি সূত্র জানায়, ৩০০ সংসদীয় আসনে মোট ১৫ লাখ ২৭ হাজার ১৫৫ জন ভোটারের পোস্টাল ভোট নিবন্ধন অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রবাসী ভোটার প্রায় ৭ লাখ ৬০ হাজার। বাকি নিবন্ধিতদের মধ্যে রয়েছেন সরকারি চাকরিজীবী, নির্বাচনী কর্মকর্তা, আনসার-ভিডিপির সদস্য এবং কারাবন্দীরা।
পোস্টাল ব্যালট ঘিরে সাম্প্রতিক ভিডিওগুলো প্রবাসী ভোটের স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে, যা আসন্ন নির্বাচনে বড় আলোচনার বিষয় হয়ে
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

