TV3 BANGLA
ফিচার

এক রাতের জন্য ভাড়া দেওয়া হত পুরো দেশ

বর্তমান বিশ্বে মানুষের বাড়ি, গাড়ি, থেকে প্রেমিক-প্রেমিকাও সবকিছুই ভাড়া পাওয়া যায়।কিন্তু কয়েক বছর আগে পর্যন্ত একটি দেশ ভাড়ায় পাওয়া যেত। লিখটেনস্টাইন সুইজ়ারল্যান্ড এবং অস্ট্রিয়ার মাঝখানে অবস্থিত ইউরোপের ছোট্ট দেশটি ২০১১ পর্যন্ত রাত্রিযাপনের জন্য ভাড়ায় পাওয়া যেত পুরো দেশটি।

অবিশ্বাস্য মনে হলেও বিষয়টি সত্যি। কিন্তু পরে সেই নিয়ম বদলে যায়। তবে ২০১১ সাল পর্যন্ত মাত্র ৪০ হাজার জনসংখ্যার সেই দেশ মোটা টাকায় ভাড়া করতে পারতেন যে কেউ। মাত্র এক রাতের জন্য পুরো লিখটেনস্টাইন ভাড়া করার খরচ ছিল, ভারতীয় মুদ্রায় প্রায় ৬০ লক্ষ টাকা।

এই অকল্পনীয় অভিজ্ঞতাকে সম্ভব করার জন্য লিখটেনস্টাইনকে জনপ্রিয় ‘হোমস্টে’ বুকিং সংস্থা এয়ারবিএনবি-তে তালিকাভুক্ত করা হয়েছিল। একটি বিপণন এবং প্রযোজনা সংস্থার সহযোগিতায় পুরো দেশটি ভাড়়া দেওয়া হত।

উল্লেখ্য সেসময় কেউ দেশটি ভাড়া করলে লিখটেনস্টাইনের রাজা ব্যক্তিগত ভাবে তার হাতে দেশের চাবি হস্তান্তর করতেন।

এম.কে
০৫ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

বিশ্বব্যাপী ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম অচল

অনলাইন ডেস্ক

দাম ৩৫ লাখ! নাম ‘বেনাপোলের বস’

অনলাইন ডেস্ক

বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্তঃ কান চলচ্চিত্র উৎসবে ‘আলী’ সিনেমার বিশেষ সম্মাননা