14.9 C
London
May 6, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

এক সপ্তাহের মধ্যে কার্যকর হচ্ছে নতুন সাইবার সিকিউরিটি আইন

বাংলাদেশে নতুন সাইবার সিকিউরিটি আইন এক সপ্তাহের মধ্যেই কার্যকর হবে বলে জানিয়েছেন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের পর এই নতুন আইনের খসড়া অনুমোদনের পর থেকেই আলোচনার কেন্দ্রে ছিল এর বাস্তবায়ন সময়সূচি।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা বলেন, “নতুন সাইবার সিকিউরিটি আইন সব পর্যবেক্ষণ ও যাচাই-বাছাই শেষে এখন কার্যকরের অপেক্ষায়। এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের মাধ্যমে আইনটি কার্যকর হবে।”

তিনি আরও বলেন, এই আইন প্রণয়নে নাগরিক স্বাধীনতা, সাংবাদিকতা ও তথ্য প্রযুক্তি খাতে উদ্ভাবনের বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। “কোনো নিরীহ নাগরিক বা সাংবাদিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টি খেয়াল রাখা হয়েছে।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সমালোচিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে নতুন এই সাইবার সিকিউরিটি আইন প্রণয়নের উদ্যোগ নেয় সরকার। খসড়া পর্যায়ে এটি নিয়ে মানবাধিকার সংগঠন, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফা আলোচনা করা হয়।

তবে মানবাধিকার সংস্থাগুলো এখনো আইনটির কিছু ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। তারা বলছে, “অত্যন্ত স্পষ্ট সংজ্ঞা ও বিচারিক স্বাধীনতার নিশ্চয়তা না থাকলে এই আইনও আগের মতোই অপব্যবহারের ঝুঁকিতে থাকবে।”

সরকারি কর্মকর্তারা আশ্বস্ত করছেন, আইনের প্রয়োগ হবে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে। একইসঙ্গে দ্রুত একটি কার্যকর সাইবার ট্রাইব্যুনাল গঠনের প্রস্তুতিও চলছে বলে জানা গেছে।

এই আইন কার্যকর হলে সাইবার অপরাধ দমন, তথ্য সুরক্ষা, রাষ্ট্রীয় অবকাঠামো রক্ষা এবং ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পথে এক ধাপ এগোবে বাংলাদেশ—এমনটাই আশা সরকারের।

এম.কে
০৫ মে ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় শিশুসহ ৩ বাংলাদেশি নিহত

রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’র প্রধান আতাউল্লাহ নারায়ণগঞ্জে গ্রেফতার

র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র