5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

একযোগে চাকুরি ছাড়ার হুমকি ইসরায়েলি সেনাদের

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নির্মূলে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার বছর পূরণ হলো সম্প্রতি। এই পুরো সময়জুড়েই নিরবচ্ছিন্ন হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এমন পরিস্থিতির মধ্যেই একযোগে চাকুরি ছাড়ার হুমকি দিয়েছেন একদল ইসরায়েলি সেনা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ডেইলি সাবাহর এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি সফল না হলে একযোগে ইসরায়েলের ১৩০ সেনা চাকরি ছাড়ার হুমকি দিয়েছেন। বুধবার তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন। এতে স্বাক্ষরকারীদের মধ্যে ইসরায়েলের বিভিন্ন সামরিক ইউনিটের রিজার্ভ ফোর্স ও নিয়মিত সেনারা রয়েছেন। তাদের মধ্যে আর্মার্ড কর্পস, আর্টিলারি কর্পস, হোম ফ্রন্ট কমান্ড, বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও রয়েছেন।

তারা জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি সফল না হলে আর সেনাবাহিনীতে যোগ দেবেন না। ইসরায়েলি মন্ত্রিসভার সদস্য ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধানকে উদ্দেশ্যে করে তারা এ চিঠি লিখেছেন।

গাজায় অভিযানের বিরোধিতা করে তারা বলেন, এ সংঘাত বন্দিদের মুক্তিকে বিলম্বিত করছে। এ ছাড়া এটি তাদের জীবনের ঝুঁকিকে বাড়িয়ে দিচ্ছে। কেননা আইডিএফের হামলায় অনেক জিম্মি নিহত হয়েছেন। সামরিক অভিযানে তাদের রক্ষা করার পরিবর্তে তাদের অনেকে মারা গেছেন।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার জিম্মিদের বিনিময়ের চুক্তির দিকে না আগালে আমরা যোগদান করব না। আমাদের মধ্যে কয়েকজনের ইতোমধ্যে রেড লাইন পার হয়ে গেছে। এছাড়া অন্যদেরও সেই সময় দ্রুত চলে আসছে।

এর আগে গাজায় যুদ্ধের বর্ষপূতি উপলক্ষে দেওয়া এক বার্তায় হামাসের সামরিক মুখপাত্র আবু উবায়দা বলেন, যখন জিম্মিদের কথা আসে– আমি দখলদারদের এবং জিম্মিদের পরিবারকে বলতে চাই, আপনারা এক বছর আগে সমস্ত জিম্মিকে জীবিত মুক্ত করতে পারতেন। কিন্তু নেতানিয়াহুর উচ্চাকাঙ্ক্ষা সবসময় জিম্মিদের বিরুদ্ধে এবং জিম্মিদের পরিবারের বিরুদ্ধে ছিল।

সূত্রঃ ডেইলি সাবাহ

এম.কে
১১ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

ইটালিতে স্বাস্থ্যসেবা: বছরে দুই হাজার ইউরো গুণতে হবে বিদেশিদের

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় হার্ভার্ডের ১৩ শিক্ষার্থীর ডিগ্রি স্থগিত

আরবদের বয়কটে মার্কিন প্রতিষ্ঠানে ধস