ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে একই সঙ্গে পশ্চিমাদের সঙ্গেও যুদ্ধ করতে হচ্ছে রাশিয়াকে। যে কারণে ইউক্রেনে সম্মুখ যুদ্ধের সঙ্গে পুতিনকে পশ্চিমাদের দমাতে নিতে হচ্ছে নানা কৌশল। তারই একটি হাইব্রিড মডেল। যা নিয়ে এবার নিজেদের সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিওস। তিনি বলেন, রাশিয়ার সম্ভাব্য হাইব্রিড হামলার বিষয়ে জার্মানিকে অবশ্যই সতর্ক থাকতে হবে।
সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিওস জানান, নির্বাচনকে সামনে রেখে জার্মানিতে হাইব্রিড হামলা চালাতে পারে রাশিয়া। এ জন্য দেশের প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেন জার্মানের এই মন্ত্রী। পিস্টোরিওস জানান, রাশিয়ার সম্ভাব্য হাইব্রিড আক্রমণের জবাব দিতে বার্লিনকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে।
হাইব্রিড হামলা মূলত এক ধরনের সাইবার আক্রমণ। বিভিন্ন কৌশল অবলম্বন করে এই হামলার মাধ্যমে একটি দেশের আইটি, নেটওয়ার্ক এবং বিভিন্ন ডিভাইসে প্রবেশের চেষ্টা করা হয়।
রোববার জার্মানির সংবাদমাধ্যম ফুংকে মেডিয়েন গ্রুপকে জার্মান প্রতিরক্ষামন্ত্রী জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাইব্রিড হামলার পরবর্তী লক্ষ্য হলো জার্মানি। এ সময় জার্মানিকে কীভাবে খোঁচা দিতে হয় তা পুতিন ভালো করেই জানেন বলেও মন্তব্য করেন পিস্টোরিওস। জার্মান প্রতিরক্ষামন্ত্রী দেশটির অবকাঠামো এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সাম্প্রতিক ঘটনাগুলোর কথা উল্লেখ করেন। এরমধ্যে রয়েছে নর্থ সি এবং বাল্টিক সি’র ঘটনা- যার জন্য রাশিয়াকে দায়ী করা হয়।
জার্মান প্রতিরক্ষামন্ত্রীর মতে, আগামী কয়েক বছরে ন্যাটো ভূখণ্ডের বিভিন্ন জায়গায় দিকে এগিয়ে এসে সামরিক জোটটি কতোটা জোটবদ্ধ তা-ও পরখ করার চেষ্টা করতে পারেন পুতিন।
নিকট ভবিষ্যতে মস্কোর পক্ষ থেকে কোনো সামরিক হুমকি না থাকলেও পিস্টোরিওস জানান, রাশিয়াকে ২০৩০ সালের মধ্যে নতুন অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে পারেন পুতিন। আগামী কয়েক বছরে ন্যাটো ভূখণ্ডের বিভিন্ন জায়গায় দিকে এগিয়ে এসে সামরিক জোটটি কতেটা জোটবদ্ধ তা-ও পরখ করার চেষ্টা করতে পারেন পুতিন। জার্মান প্রতিরক্ষামন্ত্রীর মতে প্রতিমাসে রাশিয়া যেই পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করছে তা ইউরোপীয় ইউনিয়নের সব দেশ এক বছরে উৎপাদন করে থাকে।
সূত্রঃ পলিটিকো
এম.কে
২৩ ডিসেম্বর ২০২৪