9.8 C
London
February 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

এবার প্রধান উপদেষ্টার পোস্টে কমেন্ট করলেন ইলন মাস্ক!

সম্প্রতি শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক চালুর বিষয়ে আলোচনা হয় তাদের মধ্যে।

এবার বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সুবিধা প্রদানের কৃত্রিম স্যাটেলাইট ইন্টারনেট তারকামন্ডল স্টারলিংকের প্রবেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্সে’ (সাবেক টুইটার) একটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আর সেই পোস্টের মন্তব্য করেছেন স্টারলিংকের মালিক ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিত্ব মাস্ক।

শনিবার এক্স পোস্টে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে করা পোস্টে লেখা হয়, মি. ইলন মাস্কের সঙ্গে দারুণ একটি আলোচনা হয়েছে। আমরা একসঙ্গে কাজ করতে রাজি হয়েছি। আশা করছি তার সঙ্গে মিলে দ্রুত বাংলাদেশে স্টারলিংক উদ্বোধন করতে পারবো।

সেই পোস্টের কিছুক্ষণ পরেই ড. ইউনূসকে উত্তর দেন ইলন মাস্ক। মন্তব্যের ঘরে তিনি লেখেন, আমিও তাকিয়ে আছি একসঙ্গে কাজ করার ব্যাপারে।

শনিবার মধ্যরাতে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম ড. মুহাম্মদ ইউনূসের পোস্ট ও ইলন মাস্কের কমেন্টের একটি স্ক্রিনশট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন।

এম.কে
১৬ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চলাচল শুরু

অনলাইন ডেস্ক

বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের মন্দির রক্ষা করছেনঃ শশী থারুর

শেখ হাসিনাকে ফেরত আনার চিঠি গ্রহণ করেছে ভারত