13.6 C
London
December 18, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

এবার রাশিয়ার কাছ থেকে বড় ধাক্কা খেল ভারত!

একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত। কানাডার সাথে কুটনৈতিক উত্তেজনা, যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির পরে এবার রাশিয়া থেকেও ধাক্কা খেল ভারত।

২০২৪ সালের নভেম্বর মাসে রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল আমদানি ৫৫ শতাংশ কমে রেকর্ড নিম্নস্তরে পৌঁছেছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটি সর্বনিম্ন স্তরে নেমেছে বলে সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ)-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই হ্রাস ভারতের অর্থনীতিতে বড় ধরনের সংকট সৃষ্টি করেছে।

এর আগে জানা যায়, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প প্রায় ১৮ হাজার ভারতীয় অবৈধ অভিবাসীকে আমেরিকা থেকে বের করে নিজ দেশে ফেরত পাঠাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া এখনও ভারতের প্রধান তেল সরবরাহকারী দেশ হিসেবে শীর্ষে রয়েছে। তবে নভেম্বরে রাশিয়া থেকে আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় চীন এখন রুশ তেলের শীর্ষ ক্রেতা। রাশিয়া থেকে রপ্তানিকৃত অপরিশোধিত তেলের ৪৭ শতাংশ কিনেছে চীন, এরপর ভারত ৩৭ শতাংশ, ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্ক উভয়েই ৬ শতাংশ করে।

এই হ্রাসের পেছনে একাধিক কারণ রয়েছে। রুশ তেলের মূল্যছাড়ের পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি লোহিত সাগরে নিরাপত্তা সংকট এবং পরিবহন খরচ বৃদ্ধিই মূল কারণ। তাছাড়া, রুশ পতাকাবাহী জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং ট্যাঙ্কার বিমার বাড়তি খরচও রপ্তানি প্রক্রিয়াকে জটিল করে তুলেছে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের তেল সরবরাহকারীদের সঙ্গে ভারতের দীর্ঘমেয়াদি চুক্তির কারণে সেখান থেকে আমদানি বেড়েছে। ভেনিজুয়েলা তেল বাজারে ফিরে আসায় ভারত কিছু পরিশোধনাগারের আমদানি উৎস পরিবর্তন করেছে।

তবে, রাশিয়ার সস্তা তেলের চাহিদা ভারত দীর্ঘমেয়াদে ধরে রাখবে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া বড় ছাড় দিয়ে তেল বিক্রি করতে বাধ্য হয়েছে, যা ভারত ও চীন সাশ্রয়ী মূল্যে আমদানির জন্য কাজে লাগিয়েছে।

মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল ভারতের জ্বালানি আমদানি রাশিয়ার সস্তা তেলের কারণে নতুন মেরুকরণে পৌঁছেছে, যা অর্থনৈতিক ব্যয় হ্রাসে সহায়ক হয়েছে।

সূত্রঃ সিআরইএ

এম.কে
১৭ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

জার্মানিতে বৈষম্যের শিকার, তবু আসতে আগ্রহী বিদেশি কর্মীরা: ওইসিডি

ভাসমান বন্দর নির্মাণের সরঞ্জাম নিয়ে গাজার পথে মার্কিন সামরিক জাহাজ

প্লাস্টিকের পাতলা ব্যাগও নিষিদ্ধ করল নিউজিল্যান্ড