TV3 BANGLA
বাংলাদেশ

এবার হাসিনাকে দীর্ঘমেয়াদি থাকার অনুমতি দিলো ভারত

ভারত সরকার বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে থাকার জন্য দীর্ঘমেয়াদি আবাসন অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার একাধিক সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন উচ্চপদস্থ সূত্র। তবে অনুমতির প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কিছু সূত্র জানিয়েছে, এটি সম্ভবত এমন একটি “আবাসিক অনুমতি” হতে পারে যা নির্বাসনে থেকেও স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ দেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অনুমতি জারি করছে বলে জানা গেছে।

তবে, শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্র বলছে, ভারতে কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য নির্দিষ্ট কোনও আইন না থাকায় এই বিষয়ে সিদ্ধান্ত ঝুলে আছে। একইসঙ্গে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি নোট ভার্বালের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি করা হলেও, তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতীয় গণমাধ্যমকে জানান, তার মা রাজনৈতিক আশ্রয় চাননি এবং তিনি হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেন। ভারতে অবতরণের সময় তার ভিসা বৈধ ছিল।

এম.কে
০৭ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

অতিরিক্ত ভাড়ার অভিযোগ প্রাপ্ত হলে গ্রেপ্তার করা হবেঃ উপদেষ্টা

মুন্নী সাহার ‘প্যানিক অ্যাটাক’, পরিবারের জিম্মায় হচ্ছেন মুক্ত

ঈদের আগে ফের বাড়ল স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ