TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

এমআই সিক্সের প্রধান হচ্ছেন ব্লেইস মেট্রেউয়েলি, দাদা ছিলেন নাৎসি গুপ্তচর ও ইহুদি নিধনকারী

যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই সিক্সের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ব্লেইস মেট্রেউয়েলি। ২৬ বছর ধরে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। তিনিই হতে যাচ্ছেন সংস্থাটির প্রথম নারী প্রধান।

তবে তার পারিবারিক অতীত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ডেইলি মেইলের অনুসন্ধানে জানা গেছে, তার দাদা কনস্টানটিন ডব্রোভলস্কি ছিলেন একজন ইউক্রেনীয় নাৎসি সহযোগী, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানদের পক্ষে গুপ্তচরবৃত্তি করতেন।

জার্মান সামরিক নথিতে তিনি পরিচিত ছিলেন ‘এজেন্ট নম্বর ৩০’ এবং ‘দ্য বুচার’ নামে। একাধিক চিঠিতে তিনি ইহুদি নিধনে সরাসরি অংশগ্রহণের কথা স্বীকার করেছেন এবং চিঠির শেষে লিখেছেন ‘হেইল হিটলার’।

ডব্রোভলস্কির জন্ম ১৯০৬ সালে। ছোটবেলায় সোভিয়েত বাহিনীর হামলায় তার পরিবার ধ্বংস হয়ে যায় এবং তিনি প্রতিশোধের শপথ নেন। পরে মতপ্রকাশ ও ইহুদিবিদ্বেষের কারণে সাইবেরিয়ার বন্দিশিবিরে ১০ বছর কাটাতে হয় তাকে।

১৯৪১ সালে জার্মান বাহিনী ইউক্রেনে আক্রমণ করলে তিনি রেড আর্মিতে যোগ দেন। পরে যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে তিনি জার্মান বাহিনীতে পালিয়ে যান এবং এসএস ট্যাংক ইউনিটে যোগ দেন।

তার বিরুদ্ধে কিয়েভে ইহুদি জনগোষ্ঠীর জাতিগত নিধনে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

ব্লেইস মেট্রেউয়েলি কখনো তার দাদাকে দেখেননি। তার পরিবার ১৯৪৩ সালে জার্মান অধিকৃত ইউক্রেন থেকে পালিয়ে যুক্তরাজ্যে চলে আসে। মেট্রেউয়েলির বাবা যুক্তরাজ্যে এসে পদবি পরিবর্তন করেন।

জর্জিয়ান ইতিহাসবিদ বেকা কোবাখিদজে জানান, এই পারিবারিক তথ্য রাশিয়ার প্রপাগান্ডার জন্য দীর্ঘদিন ব্যবহৃত হবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানিয়েছেন, মেট্রেউয়েলি তার দাদাকে চিনতেন না এবং এই ইতিহাস তার নিয়োগে প্রভাব ফেলবে না। বরং এই জটিল ও বিভক্ত পারিবারিক অতীতই তাকে সংঘাত রোধ ও আধুনিক হুমকি থেকে দেশকে রক্ষার জন্য প্রস্তুত করেছে।

সূত্রঃ মেট্রো

এম.কে
২৮ জুন ২০২৫

আরো পড়ুন

বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যে আসছে ই-ভিসা, কাগজবিহীন ডিজিটাল যুগে অভিবাসন ব্যবস্থা

যুক্তরাজ্যে কাউন্সিলগুলো আশ্রয়প্রার্থীদের হোটেল থেকে স্থানান্তরে কাজ কর‍তে আগ্রহী

যুক্তরাজ্য অবৈধ অভিবাসীদের কাজে নিয়োগে বড় অংকের জরিমানা