2.1 C
London
January 7, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

এমপি’র কাজিন বিবাহ নিষিদ্ধ করার আহ্বান পক্ষপাতমূলকঃ চিকিৎসা গবেষক

সাবেক মন্ত্রী যুক্তরাজ্যে কাজিনদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হবার বিপক্ষে অবস্থান নিয়ে নতুন আইন পাশ করার পক্ষে মত দিয়েছেন। ডাঃ কুররাতুল-আইন রহমান সাবেক কনজারভেটিভ পার্টির মন্ত্রী রিচার্ড হোল্ডেনের প্রস্তাবের প্রতিক্রিয়ায় বলেন, আত্মীয়দের মধ্যে বিবাহিত দম্পতিদের সন্তানের জন্মগত ত্রুটির ঝুঁকি খুবই কম।

আমি অবাক হচ্ছি যে কনজারভেটিভ দলের প্রাক্তন মন্ত্রী রিচার্ড হোল্ডেন যুক্তরাজ্যে কাজিনদের মধ্যে বিবাহ নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি যুক্তি দিয়েছেন যে এই প্রথা নারীদের স্বাধীনতার জন্য হুমকি এবং জন্মগত ত্রুটির কারণ।

চিকিৎসা গবেষণা দেখায় যে, আত্মীয়দের মধ্যে বিবাহিত দম্পতিদের সন্তানের মধ্যে জন্মগত ত্রুটির ঝুঁকি তুলনামূলকভাবে কিছুটা বেশি হলেও, তা মোট ঝুঁকির দিক থেকে খুবই কম। প্রকৃতপক্ষে, এই ঝুঁকি বৃদ্ধির হার এমন কারণগুলোর মতোই, যেমন মা হওয়ার সময় বয়স বেশি থাকা, স্থূলতা এবং ধূমপান। কিন্তু সেইসব বিষয়কে নিষেধাজ্ঞা দেওয়ার কোনো দাবি তোলা হয়নি।

লন্ডনের রয়্যাল হসপিটাল ফর নিউরো-ডিসঅ্যাবিলিটিতে কর্মরত একজন জিপি হিসেবে আমি ডাউন সিন্ড্রোম থেকে শুরু করে বিরল মাইটোকন্ড্রিয়াল এবং জেনেটিক রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা করি। আমার রোগীদের কেউই আত্মীয়দের মধ্যে বিবাহিত দম্পতির সন্তান নয়।

আমি আরও বলতে চাই যে, যে মূল্যবোধগুলোর কথা হোল্ডেন তুলে ধরেছেন, তার ঐতিহাসিক অসঙ্গতি রয়েছে – তিনি উল্লেখ করেননি যে, ব্রিটিশ অভিজাতদের মধ্যেও একসময় কাজিন বিবাহ সাধারণ ছিল। পুরো পাকিস্তানি সম্প্রদায়কে “গোষ্ঠী মানসিকতার” আওতায় ফেলা তাদের অবমাননা করে এবং হোল্ডেনের অসহিষ্ণুতাকে তুলে ধরে।

একজন নির্বাচিত সংসদ সদস্য হিসেবে হোল্ডেনের দায়িত্ব হলো সম্প্রদায়গুলোকে একত্রিত করা, কোনো পক্ষপাত বা অসহিষ্ণুতার ভিত্তিতে তাদের আলাদা করা নয়। আমি আশা করি তিনি দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনোযোগ দেবেন।

লেখকঃ ডাঃ কুররাতুল-আইন রহমান
নিউ ম্যালডেন, লন্ডন

সূত্রঃ দ্য গার্ডিয়ান

অনুবাদঃ এম.কে
০৪ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে সব মোবাইল ফোনে যুক্ত হতে যাচ্ছে নতুন সতর্ক সিস্টেম বা বার্তা

ক্রিসমাসে ধর্মঘট করবেন যুক্তরাজ্যের বর্ডার ফোর্সের কর্মীরা

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের বে সিস্টেম সামরিক লক্ষ্যবস্তুতে পরিনত হবেঃ ক্রেমলিন