এশিয়া কাপে জমে উঠেছে টিকে থাকার লড়াই। আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ের পরও বাংলাদেশকে এখন তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে। কারণ এখনো গ্রুপের শেষ দুই সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়নি।
বর্তমানে বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট, তবে নেট রান রেট -০.২৭। এ অবস্থায় সমীকরণ বলছে, যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারায়, তাহলে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই পরবর্তী রাউন্ডে যাবে। অন্যদিকে, যদি আফগানিস্তান অল্প ব্যবধানে জেতে, তাহলে কোয়ালিফাই করবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। তবে যদি আফগানিস্তান প্রায় ৭০ রানের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায়, তখন আফগানিস্তানের সঙ্গী হবে বাংলাদেশ।
বাংলাদেশের ক্রিকেটাররা অবশ্য নিজেদের দায়িত্বটা সঠিকভাবে শেষ করেছেন। আফগানিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্সে দলকে জয়ের পথে নিয়ে গেছেন তামজিদ তামিম, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ। বিশেষ করে বল হাতে মুস্তাফিজ ও নাসুম গুরুত্বপূর্ণ সময়ে সাফল্য এনে দেন।
ম্যাচে বাংলাদেশের বোলিং ও ফিল্ডিং বিভাগ ছিল অনবদ্য। শুরু থেকেই চাপ ধরে রেখে আফগানিস্তানকে ম্যাচে ফিরতে দেয়নি তারা।
সব মিলিয়ে এশিয়া কাপের এই গ্রুপ এখন সত্যিকার অর্থেই হয়ে উঠেছে ‘গ্রুপ অব ডেথ’। বাংলাদেশের সমর্থকরা এখন অধীর আগ্রহে তাকিয়ে আছেন শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচের দিকে, যেখানে ঠিক হবে কারা যাবে পরের রাউন্ডে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
১৬ সেপ্টেম্বর ২০২৫