6.9 C
London
February 23, 2025
TV3 BANGLA
মধ্যপ্রাচ্যশীর্ষ খবর

ওমরাহ পালনে মুসল্লিদের সুখবর দিল সৌদি কর্তৃপক্ষ

ওমরাহ পালন নিয়ে মুসল্লিদের সুখবর দিল সৌদি কর্তৃপক্ষ। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে মুসল্লিরা যতবার ইচ্ছে ততবার ওমরাহ পালন করতে পারবেন। তবে আগে থেকেই ওমরাহ পালনের তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। সৌদি গেজেটের প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।

 

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় বলছে, দেশটিতে এখন যারা পর্যটক, কাজ বা অন্য কোনও ভিসায় আসবেন তারা ওমরাহ পালন করতে পারবেন। এতে সৌদি কর্তৃপক্ষ কোনও হস্তক্ষেপ করবে না। এ ছাড়া যেসব মুসল্লি শুধু ওমরাহ ভিসা নিয়েও সৌদিতে আসবেন তারা মক্কা-মদিনা ছাড়াও দেশটির অন্যান্য শহরেও ভ্রমণ করতে পারবেন। তবে এক্ষেত্রে তাদের ভিসার মেয়াদ থাকতে হবে।

বর্তমানে সৌদি কর্তৃপক্ষ ওমরাহ পালনের প্রক্রিয়াও সহজ করেছে। সেইসঙ্গে বাড়ানো হয়েছে সুযোগ-সুবিধা।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত ও পর্যটনসহ বিভিন্ন ভিসা নিয়ে সৌদি আরবে গিয়ে ই-নিবন্ধনের মাধ্যমে ওমরাহ পালন করা যাবে। সেইসঙ্গে মদিনায় হযরত মুহম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে পারবেন তারা।

 

দেশটির সরকার ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে ৯০ দিন করেছে। ভিসাধারীরা জল, স্থল ও আকাশপথের পাশাপাশি যেকোনো বিমানবন্দর হয়ে ফিরতে পারবেন।

 

এম.কে

০৫ মার্চ ২০২৩

আরো পড়ুন

আগাম জরিপে এগিয়ে সাদিক খান

অনলাইন ডেস্ক

বিশ্বের সেরা বিমান বন্দরের স্বীকৃতি পেল ইস্তাম্বুল এয়ারপোর্ট

যুক্তরাজ্যের প্রতিটি পরিবার ৪০০ পাউন্ড জ্বালানি ছাড় পাবে