বাফুফের এলিট একাডেমির প্রধান কোচ হিসাবে এক বছরের নিয়োগ পেয়েছেন পিটার বাটলার। গতকাল ঢাকায়ও এসেছেন ওয়েস্ট হামের সাবেক এই ফুটবলার। ওয়েস্ট ব্রমউইচ, নটস কাউন্টি ও হ্যালিফ্যাক্স টাউনের হয়েও খেলা এই ব্রিটিশ ফুটবলারের কোচিং ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ।
‘হাই প্রোফাইল’ একজন কোচই একাডেমির জন্য এনেছে বাফুফে। ফলে বাফুফের কর্তারা বেশ তৃপ্ত। কমলাপুর স্টেডিয়ামে এলিট একাডেমির ফুটবলারদের সঙ্গে আজ পরিচিত হয়েছেন ৬১ বছর বয়সী বাটলার। ৫২ জন ফুটবলারের সঙ্গে কুশল বিনিময়ের পর সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি মনে করি, আমার জন্য এটা একটা চ্যালেঞ্জ।’
চ্যালেঞ্জ উতরানোর পথও তার জানা, ‘আমি মিয়ানমারে একাডেমির কোচ ছিলাম। টেকনিক্যাল ডিরেক্টর ছিলাম। এশিয়া-আফ্রিকায় কাজ করেছি। লাইবেরিয়া-বতসোয়ানার কোচ হিসেবে কাজ করেছি। এসব অভিজ্ঞতাও কাজে আসবে এখানে।’
বাটলারের বিশ্বাস, তরুণদের উন্নয়নই ফুটবলে উন্নয়নের পথ। বাংলাদেশেও তার লক্ষ্য তরুণদের সামনে এগিয়ে নেওয়া। তবে তরুণদের উন্নয়ন যে ধারাবাহিক একটা প্রক্রিয়া, সেটাও মনে করিয়ে দেন বাটলার। রাতারাতি ১০-২০ ভাগ উন্নতি করে ফেলবে বাংলাদেশ, সেটাও মনে করেন না তিনি। বাটলারের ভাষায়, ‘প্রতিদিন শিখতে হবে।’
এম.কে
২০ জানুয়ারি ২০২৪