12.8 C
London
July 4, 2025
TV3 BANGLA
বাকি বিশ্বশীর্ষ খবর

করোনায় বিশ্বে সাড়ে ১৮ লাখের বেশি মানুষের মৃত্যু

বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৫৫ লাখ ছাড়িয়ে গেছে। আর এই ভাইরাসে সংক্রমিত হয়ে ১৮ লাখ ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

 

মহামারির শুরু থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ করছে ওয়ার্ল্ডোমিটারস নামের একটি ওয়েবসাইট। এর সর্বশেষ তথ্য বলছে, সোমবার (৪ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টা নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৫৫ লাখ ২ হাজার ২৩২। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১৮ লাখ ৫০ হাজার ৬০৭ জন।

 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য বলছে, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৬ কোটি ৪ লাখ ৫২ হাজার ৯১৮।

 

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১১ লাখ ১৩ হাজার ৫২৮। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৬০ হাজার ৭৮ জন।

 

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩ লাখ ৪১ হাজার ২৯১। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৬৮৬ জন।

 

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৭ লাখ ৩৩ হাজার ৭৪৬। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৯৬ হাজার ১৮ জন।

 

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

 

২০১৯-এর ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।

 

চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ২০২০-এর ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

 

১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

 

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে।

 

১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯’।

 

১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

বাংলাদেশ পরিস্থিতি

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের (৩ জানুয়ারি) তথ্য অনুযায়ী, দেশে মোট ৫ লাখ ১৬ হাজার ১৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৭ হাজার ৬২৬ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় গতকাল পর্যন্ত দেশে করোনায় মৃত্যুহার ১ দশমিক ৪৮ শতাংশ।

 

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ।

 

৪ জানুয়ারি ২০২১
সূত্র: প্রথম আলো

আরো পড়ুন

যুক্তরাজ্যের রাস্তায় নামছে চালকবিহীন বাস

7th anniversary of BENECO financial services ltd | Prizes to be won!

রসায়নে নোবেল পেলেন তিন গবেষক