13.2 C
London
April 18, 2025
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশ

কসোভা হতে পারে বাংলাদেশের একটি বৃহৎ শ্রমবাজার

মধ্য বলকানের দক্ষিণ পূর্ব ইউরোপের একটি পাহাড়ি জনপদ কসোভো। অফিসিয়াল নাম রিপাবলিক অব কসোভো। ৯৫ শতাংশ মুসলিম অধ্যুষিত এ দেশের লোক সংখ্যা মাত্র আট মিলিয়নের মতো।

আগামী বছর উন্নত ইউরোপের নাগরিক সুবিধা পাওয়ার কথা হচ্ছে কসোভোর নাগরিকদের। আর তা হলে কসোভোর ৬০ শতাংশ মানুষ ইউরোপে পাড়ি জমাবে। তখন এখানে শ্রমিক ঘাটতি দেখা দেবে। বাংলাদেশ যেহেতু শ্রমিক রপ্তানিকারক দেশ, তাই সরকারিভাবে আলাপ আলোচনার মাধ্যমে এ সুযোগটি নিতে পারে বাংলাদেশ সরকার বলে সরকারী এক প্রতিবেদনে জানা যায়।

 

 

 

 

এতে বাংলাদেশের যেমন বৈদেশিক মুদ্রার আয় বাড়বে, অন্যদিকে কসোভোর শ্রমিক ঘাটতি থাকবে না। কসোভোর ইমারত নির্মাণ, কৃষি কাজ, দোকানপাট ও পোশাক শিল্পে পেশাদার শ্রমিকরা আসতে পারেন। এটি হতে পারে বাংলাদেশের নতুন শ্রমবাজার।

বলা বাহুল্য, কসোভোতে হাতে গোনা দুই একজন ছাড়া কোনো বাংলাদেশি শ্রমিক নাই। ইতালি সরকারের অর্থায়নে বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের মাইক্রো ক্রেডিটের প্রকল্প রয়েছে কসোভোতে।

এম.কে
২৮ মে ২০২৩

আরো পড়ুন

২১ আগস্টের গ্রেনেড হামলার মামলা হতে তারেক রহমানের অব্যাহতি, লন্ডনে মিষ্টি বিতরণ

বেনেকো ফাইন্যান্সের ৮ বছরপূর্তি

অনলাইন ডেস্ক

ইতালিতে করোনায় একদিনে গেল চার বাংলাদেশির প্রাণ