14.2 C
London
May 17, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

কানাডার অভিবাসন নীতিতে বড় পরিবর্তন

কানাডায় অভিবাসন নীতিতে বড় পরিবর্তন এনেছে নতুন সরকার। প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল সরকার অভিবাসন ব্যবস্থায় নিয়ন্ত্রণ আরোপের লক্ষ্যে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং বিদেশি কর্মীদের ওপর।

স্থায়ী অভিবাসনে কড়াকড়ি:

২০২৭ সালের মধ্যে স্থায়ী অভিবাসনের সংখ্যা সীমিত করে মোট জনসংখ্যার ১%-এর মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মানে, বছরে সর্বোচ্চ প্রায় ৪ লাখ মানুষ স্থায়ীভাবে কানাডায় বসবাসের অনুমতি পাবে।

অস্থায়ী অভিবাসনেও সীমা:

একইভাবে অস্থায়ী অভিবাসীদের (যেমন বিদেশি কর্মী, শিক্ষার্থী, অস্থায়ী ভিসাধারী) সংখ্যা মোট জনসংখ্যার ৫%-এর মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম:

স্টাডি পারমিট কমানো: ২০২৫ সালে সর্বোচ্চ ৪ লাখ ৩৭ হাজার স্টাডি পারমিট ইস্যু করা হবে, যা আগের বছরের তুলনায় প্রায় ১০% কম।

মাস্টার্স ও পোস্ট-ডক্টরাল শিক্ষার্থীদের জন্য Attestation Letter বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ, আবেদন করতে হলে সংশ্লিষ্ট প্রদেশ বা অঞ্চলের অনুমোদিত প্রত্যয়নপত্র থাকতে হবে।

এম.কে
১৬ মে ২০২৫

আরো পড়ুন

গ্রিসের উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবি

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত জাতিসংঘের মহাসচিব

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হবেন মাস্ক, দ্বিতীয় আদানি