5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

কাশিমপুর কারাগারের জেল সুপার প্রত্যাহার

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল ৩টায় গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কারা সূত্রে জানা গেছে, প্রত্যাহার হওয়া সিনিয়র জেল সুপারের স্থলে ভারপ্রাপ্ত হিসেবে নতুন জেল সুপার মাইন উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গতকাল বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২০৯ জন বন্দী পালিয়ে যান। এ সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত হন ৬ বন্দী।

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দিরা বিদ্রোহ করে কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কারারক্ষীরা থামানোর চেষ্টা করলে বন্দীরা তাদের ওপর চড়াও হন। এক পর্যায়ে সেনাবাহিনীকে খবর দেওয়া হলে সেনাবাহিনী কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করে। বন্দিদের মধ্যে ২০৯ জন দেওয়াল টপকে পালিয়ে গেছেন। এ সময় গুলিতে ছয়জন নিহত হন।

এম.কে
০৮ আগস্ট ২০২৪

আরো পড়ুন

জাতিসংঘ মানবাধিকার সংস্থার তদন্তের অগ্রবর্তী দল আসছে বৃহস্পতিবার

মরণফাঁদে প্রাণ হারাচ্ছে সিলেটের পর্যটকরা

অনলাইন ডেস্ক

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা