18.9 C
London
August 23, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

কাশ্মীরে অভিযান চালাতে গিয়ে ভারতীয় সেনা নিহত

জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তল্লাশি অভিযানের সময় গোলাগুলিতে ভারতীয় এক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সেনা কর্মকর্তারা জানান, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দুদু-বসন্তগড় এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।

সামাজিক মাধ্যম এক্সে হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, ‘নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, উধমপুরের বসন্তগড় এলাকায় জম্মু ও কাশ্মীর পুলিশের সাথে একটি যৌথ অভিযান শুরু করা হয়েছে।’

এরইমধ্যে তীব্র গুলিবর্ষণের ঘটনা ঘটে বলেও জানানো হয়েছে।

সেনাবাহিনী বলেছে, ‘আমাদের একজন যোদ্ধা প্রাথমিকভাবে গুরুতর আহত হন এবং পরে সর্বোত্তম চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও তার মৃত্যু হয়েছে।’

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই স্থানে এখনো অভিযান চলছে বলে জানা গেছে।

সূত্রঃ দ্য হিন্দু

এম.কে
২৪ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

ভারত পানি আটকে দিলে চীন ব্রহ্মপুত্র বন্ধ করতে পারেঃ পাকিস্তানের কৌশলগত হুঁশিয়ারি

ইসরায়েল বা হামাস নয়, ফিলিস্তিনিরাই নিয়ন্ত্রণ করবে গাজা: জোসেপ বোরেল

নিউজ ডেস্ক

শিগগিরই কল-মেসেজ চালু করছে টুইটার