12.4 C
London
January 5, 2025
TV3 BANGLA
মধ্যপ্রাচ্য

কুয়েতে পার্টটাইম কাজের অনুমতি পাচ্ছেন প্রবাসীরা

কুয়েতে বসবাসরত বেসরকারি খাতের কর্মীদের জন্য পার্টটাইম কাজের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। তবে এ সুবিধা ঠিক কারা পাবেন তা উল্লেখ করেনি কর্তৃপক্ষ। তবে প্রবাসীরা মনে করছেন তারাও অন্তর্ভুক্ত হতে পারেন এই অনুমোদনের আওতায়।

কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ মূল নিয়োগকর্তার অনুমোদন সাপেক্ষে তৃতীয় পক্ষের সঙ্গে খণ্ডকালীন চাকরির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত জারি করেন।

সিদ্ধান্ত অনুযায়ী, কর্মীরা সর্বোচ্চ চার ঘণ্টা কাজ করতে পারবেন। তবে এক্ষেত্রে শর্ত হল, তারা মূল নিয়োগকর্তার কাছ থেকে একটি খণ্ডকালীন কাজের অনুমতি নিতে হবে। এটি শুধুমাত্র বেসরকারি খাতে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কুয়েতের মধ্যে বিদ্যমান কর্মশক্তিকে ব্যবহার করতে, জনসংখ্যাগত ভারসাম্যহীনতা মোকাবিলায় এবং বর্তমান শ্রমবাজারের চাহিদা পূরণে এ উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার।

উল্লেখ্য যে, পূর্বের আইন অনুযায়ী কুয়েতে পার্টটাইম কাজ শ্রম আইনের লঙ্ঘন। করোনার পর থেকে আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের কারণে কুয়েতে প্রতিনিয়ত আটক হচ্ছেন প্রবাসীরা।

এম.কে
৩১ ডিসেম্বর ২০২৩

 

আরো পড়ুন

অবৈধ ২৫০০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে আরব আমিরাত

সৌদিতে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

ব্রিটিশ অস্ত্রে ইয়েমেনে যুদ্ধ চালাচ্ছে সৌদি!

অনলাইন ডেস্ক