TV3 BANGLA
Uncategorized

কুয়েতের আবাসিক ভবনে বাংলাদেশি মা-মেয়ের লাশ উদ্ধার


কুয়েত সিটির একটি আবাসিক ভবন থেকে বাংলাদেশি মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে।

দেশটির সংবাদ মাধ্যম জানায়, শুক্রবার (২৮ আগস্ট) কুয়েত সিটির জিলিব আল সৌখ এলাকার একটি আবাসিক ভবন দুইটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে নিরাপত্তা বাহিনী এসে লাশ দুটি উদ্ধার করে নিয়ে যায়।

 নিহত দুইজন বাংলাদেশি উল্লেখ করা হলেও তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।


২৯ আগস্ট ২০২০
এনএইচটি

আরো পড়ুন

এই ব্যর্থতার দায় কার? British curry industry ‘dying’??

অবৈধ অভিবাসীদের জন্য এখন আমাদের করনীয় কি ? What should we do for illegal immigrants?

Accounting Advice – Employment, Self-employment and other UK Gov. Initiative