9.8 C
London
May 20, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

কেউ পালানোর চেষ্টা করলে বিজিবিকে জানানোর আহ্বান

সীমান্ত দিয়ে কেউ পালানোর চেষ্টা করলে তাকে ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সদর দপ্তর জানিয়েছে, সীমান্ত দিয়ে কেউ পালানোর চেষ্টা করলে ০১৭৬৯৬০০৬৮২ এবং ০১৭৬৯৬২০৯৫৪—এই দুটি নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে পুলিশের ইমিগ্রেশন শাখার বরাত দিয়ে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের সব ইমিগ্রেশন পোস্টে কার্যক্রম চলমান রয়েছে।

প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে পরামর্শক্রমে বিভিন্ন হাইপ্রোফাইল ব্যক্তিবর্গ যেমন—সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, মিডিয়াকর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

এম.কে
০৮ আগস্ট ২০২৪

আরো পড়ুন

সিদ্ধিরগঞ্জের হত্যা মামলায় কারাগারে আইভী

আরাফাতের লুকিয়ে থাকা নিয়ে ফরাসি দূতাবাসের ফেসবুক পোস্ট

অধ্যাদেশ জারি, এনবিআর ভেঙে হলো দুই বিভাগ