5.9 C
London
December 22, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

কেজিতে চিনির দাম কমল ১০ টাকা

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বাজারে চিনির দাম প্রতি কেজিতে ১০ টাকা কমেছে। শনিবার (১৭ আগস্ট) বাংলাদেশ চিনি ডিলার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে আগে খুচরা প্রতিকেজি চিনি ১৩৫ টাকায় বিক্রি হতো। বর্তমানে তা ১২৫ থেকে ১২৭ টাকায় বিক্রি হচ্ছে।

অর্থাৎ প্রতি কেজি চিনিতে কমেছে ৮ থেকে ১০ টাকা। একইভাবে চিনির দাম কমেছে পাইকারি বাজারেও।

মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘বর্তমানে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে কম্পানি অনুযায়ী প্রতি কেজি চিনি ১১৮ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ৫ আগস্টের পর থেকে চিনির দাম কমেছে।

এর আগে প্রতি কেজি চিনি পাইকারিতে ১২২ থেকে ১২৫ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। অপরদিকে সরকারি চিনি মিলগেটে বিক্রি করা হচ্ছে ১২৫ টাকা করে। এ দাম দীর্ঘদিন ধরে একই রকম আছে।’

তিনি আরো বলেন, ‘এদিকে আন্তর্জাতিক বাজারেও চিনির দাম কমেছে।

সে অনুযায়ী দেশে চিনির দাম আরও কমা উচিত ছিল।’

এম.কে
২০ আগস্ট ২০২৪

আরো পড়ুন

হঠাৎ কি বাংলাদেশি ভিআইপিদের বিদেশযাত্রা বেড়েছে!

সিলেট হতে বিমানের লন্ডনগামী ফ্লাইটে ১ যাত্রীর মৃত্যু

মানুষের মলমূত্র থেকে তৈরি সার নিরাপদ: গবেষণা