4.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

কেমন ছিল প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের প্রথম ডেটিং

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়ে হয় ২০১৮ সালে। তবে তাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল এর দুই বছর আগে ২০১৬ সালে।

‘ফাইন্ডিং ফ্রিডম’ নামের একটি বইয়ে হ্যারি-মেগানের প্রথম সাক্ষাতের বর্ণনা উঠে এসেছে।

বইটি লিখেছেন অমিড স্কবি ও ক্যারোলিন ডুরান্ড। এতে বলা হয়েছে, প্রথম সাক্ষাতে খাবার টেবিলে বসে দুজন দুজনের সঙ্গে কথায় মজেছিলেন হ্যারি ও মেগান। আর রেস্টুরেন্টের আশপাশের ওয়ালপেপার গুলোর দিকে বারংবার তাকাচ্ছিলেন তারা। কোনো খাবার মুখে দেননি এই মার্কিন তারকা ও ব্রিটিশ রাজপুত্র।

 

 

 

 

বইটিতে আরও বলা হয়েছে, প্রিন্স হ্যারি মোবাইলে ছোট ছোট মেসেজের মাধ্যমে কথা বলতেন মেগান মার্কেলের সঙ্গে। মেসেজে অনেক ইমোজি ব্যবহার করার অভ্যাস ছিল হ্যারির। অধিকাংশ ইমোজি থাকতো ভুতুড়ে ধরনের। আর মেগান মার্কেল ছিলেন প্রেমময়।

মেগান মার্কেল ও প্রিন্স হ্যারি দম্পতির এখন দুই সন্তান আর্চি ও লিলিবেট। বর্তমানে ক্যালিফোর্নিয়ার সান্তা বার্বারায় থাকছেন তারা।

এম.কে
৩১ মে ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্যের গাড়ির বাজার মাত করেছে কিয়া ইভি নাইন

এশিয়ায় খাদ্যপণ্য রফতানি নিয়ে অসন্তুষ্ট ব্রিটিশ ব্যবসায়ীরা

রুয়ান্ডা নীতি নিয়ে অপ্রকাশিত ফাইল প্রকাশিত হয়েছে যুক্তরাজ্যে